Bhatar: তৃণমূল বিধায়কের নাম ভাঙিয়ে নাতিদের অত্যাচার! মুখ্যমন্ত্রীর দফতরে 'চিঠি' বৃদ্ধার

আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি!

Updated By: Dec 8, 2021, 10:53 PM IST
Bhatar:  তৃণমূল বিধায়কের নাম ভাঙিয়ে নাতিদের অত্যাচার! মুখ্যমন্ত্রীর দফতরে 'চিঠি' বৃদ্ধার

নিজস্ব প্রতিবেদন: দুই নাতির 'অত্যাচারে' জীবন  অতিষ্ঠ। এমনকী, বার্ধক্যভাতা টাকাও কেড়ে নিয়েছেন তাঁরা! খোদ মুখ্যমন্ত্রীর দফতরে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে নালিশ জানিয়ে আত্মহত্যার হুমকি দিলেন বৃদ্ধা! অপ্রচারের অভিযোগ তুলে পাল্টা তদন্তের দাবি করেছেন অভিযুক্ত বিধায়কও। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে পূর্ব বর্ধমানের ভাতারে।

পারিবারিক বিবাদে বিধায়কের নাম জড়াল কী করে? পুলিস সূত্রে খবর, পূর্ব বর্ধমানের ভাতারের খেড়ুর গ্রামের বাসিন্দা ৮৮ বছরের অলকা সামন্ত। স্বামী প্রয়াত।  ওই বৃদ্ধার দুই ছেলে, তিন মেয়ে। মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। বড় ছেলের কাছে থাকেন অলকা। নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি পাঠিয়ে তিনি অভিযোগ করেছেন, 'ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর নাম ভাঙিয়ে আমার উপর অত্যাচার চালাচ্ছে দুই নাতি ও বড় পুত্রবধূ। বার্ধক্যভাতার টাকা, বাড়ির দলিলও কেড়ে নিয়েছে'। শুধু তাই নয়, আত্মহত্যার করার অনুমতিও চেয়েছেন আশি পেরনো বৃদ্ধা! 

আরও পড়ুন: Video: বাঁকুড়ায় বিজেপি বিধায়ককে দেখেই 'চোর' স্লোগান তৃণমূলের, গলা মেলালেন Sayantika-ও!

জানা গিয়েছে, নবান্ন থেকে অভিযোগপত্র পাঠিয়ে আবার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ভাতার থানাকে। অলকা সামন্তকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদও করেছে পুলিস। ওই বৃদ্ধা জানিয়েছেন, তিনি এরকম কোনও চিঠি লেখেননি। তাহলে? অভিযুক্ত বিধায়কের দাবি, 'আমার নামে অপপ্রচার করতে কেউ বা কারা একাজ করেছে। পুলিস তদন্ত করে দেখুক'।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.