কয়লাকাণ্ডে বাড়িতে সিবিআই পৌঁছতেই অসুস্থ হয়ে মৃত্যু নিরাপত্তা আধিকারিকের

কয়লাকাণ্ডের এফআইআর-এ ইসিএলের একাধিক কর্তার নাম রয়েছে বলে সূত্রের খবর। 

Updated By: Nov 28, 2020, 05:31 PM IST
কয়লাকাণ্ডে বাড়িতে সিবিআই পৌঁছতেই অসুস্থ হয়ে মৃত্যু নিরাপত্তা আধিকারিকের

নিজস্ব প্রতিবেদন: কয়লা পাচারকাণ্ডে তল্লাশিতে বাড়ি পৌঁছল সিবিআই। অসুস্থ হয়ে পড়লেন ইসিএলের নিরাপত্তা আধিকারিক ধনঞ্জয় রায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। শনিবার আসানসোলের বিভিন্ন জায়গায় তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা।  

কয়লা পাচারকাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার খোঁজে ৪৫টি জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। কলকাতা-সহ সল্টলেক, আসানসোল, দুর্গাপুর, রানিগঞ্জ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায় চালানো হয় তল্লাশি। কয়লাকাণ্ডে সকালে আসানসোলের শ্রীপুরে ইসিএলের নিরাপত্তা আধিকারিক ধনঞ্জয় রায়ের বাড়িতে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। অসুস্থ হয়ে পড়েন ধনঞ্জয়। তাঁকে নিয়ে যাওয়া হয় কোলিয়ারির কেন্দ্রীয় হাসপাতালে। সেখানে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ইসিএলের আধিকারিক নীলাদ্রি রায় বলেন, ''সিবিআই যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন ধনঞ্জয় রায়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে জানান ডাক্তাররা।''                     

কয়লাকাণ্ডের এফআইআর-এ ইসিএলের একাধিক কর্তার নাম রয়েছে বলে সূত্রের খবর। অভিযুক্তদের তালিকায় অনুপ মাঝি ছাড়াও রয়েছেন ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের ২ জন জেনারেল ম্যানেজার, একজন সিকিউরিটি অফিসার-সহ ইসিএলের আরও কয়েকজন। এর পাশাপাশি সিআইএসএফ, রেল ও ইসিএলের সঙ্গে জড়িত বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ও কয়েকজন ব্যবসায়ীর নামও রয়েছে। সকলের ভূমিকাই এখন সিবিআই আধিকারিকদের আতসকাঁচের তলায়। 

আরও পড়ুন- 'নতুন বিধায়ক তৈরি হয়েছে, খুব ভাল', ফোঁস করলেন আর এক TMC MLA

.