ক্ষুদিরাম বসু যতটা বাংলার; ততটাই ভারতের, স্বাধীনতা সংগ্রামীর মূর্তিতে মালা দিয়ে বললেন শাহ
শাহ আরও বলেন, ক্ষুদিরাম বসুর মতো একজন মানুষের ত্যাগ গোটা ভারতের আদর্শ
নিজস্ব প্রতিবেদন: মেদিনীপুর সফরে গিয়ে হাবিবপুরে শহিদ ক্ষুদিরাম বসুর(Khudiram Basu) জন্মভিটেয় গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। শহিদ স্বাধীনতা সংগ্রামীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন অমিত শাহ। পাশাপাশি ক্ষুদিরাম বসুর এক মূর্তির অবরণ উন্মোচন করে মালা দেন তিনি।
আরও পড়ুন-'মানুষের অনুরোধেই BJP-তে', জানালেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত (Silbhadra Datta)
স্বাধীনতা সংগ্রামীর বাড়ি থেকে বেরিয়ে এসে অমিত শাহ(Amit Shah) বলেন, এই বাড়ির মাটি মাথায় নিয়ে এক অদ্ভূত শিহরণ অনুভব করছি। আমরা দেশের জন্য় মরতে পারিনি। কিন্তু ক্ষুদিরাম বসুদের মতো মানুষদের জন্য বাঁচতে পারছি। ক্ষুদিরাম বসু শুধু বাংলার নয়, গোটা দেশের গর্ব। তিনি যতটা বাংলার ততটাই ভারতের।
আরও পড়ুন-নজরে কৃষক সেন্টিমেন্ট, মেদিনীপুরে কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন Amit Shah
অমিত শাহ আরও বলেন, ক্ষুদিরাম বসুর মতো একজন মানুষের ত্যাগ গোটা ভারতের আদর্শ। গীতা হাতে ফাঁসির মঞ্চে চড়ছিলেন। তিনি সেই সময় যে স্লোগান দিয়েছিলেন তার গোটা ভারতের মন্ত্র হয়ে উঠেছিল। গোটা দেশের যুব সমাজ তাঁর ত্যাগের মাধ্যমে উদ্বুদ্ধ হয়েছিল। এই দিনই ফাঁসি দেওয়া হয়েছিল, রাম প্রসাদ বিসমিল, আসফাকউল্লাহ খান ও ঠাকুর রোশন সিংকে। তাদের ত্যাগ গোটা দেশকে অনুপ্রেরণা জুগিয়েছিল।