শিরাকোলে ধুন্ধুমার, আটকে পড়ল Nadda-র কনভয়, বিজয়বর্গীয়র গাড়ি ভাঙচুরের অভিযোগ

অভিযোগ, পাথর ও ইট ছুড়ে কৈলাস বিজয়বর্গীয়র গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। ভাঙচুর করা হয়েছে অনুপম হাজরার গাড়িও।

Updated By: Dec 10, 2020, 01:11 PM IST
শিরাকোলে ধুন্ধুমার, আটকে পড়ল Nadda-র কনভয়, বিজয়বর্গীয়র গাড়ি ভাঙচুরের অভিযোগ
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : শিরাকোলে ধুন্ধুমার। BJP নেতৃত্বের কনভয়ের উপর তৃণমূল কর্মী, সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। আটকানো হয় বিজেপি সভাপতি J P Nadda-র গাড়ি। কনভয়ে অন্যান্য বিজেপি নেতাদের গাড়িও আটকে দেওয়া হয় বলে অভিযোগ। আটকে পড়ে মুকুল রায়ের গাড়ি। অন্যদিকে কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতেও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযোগ, পাথর ও ইট ছুড়ে কৈলাস বিজয়বর্গীয়র গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। ভাঙচুর করা হয়েছে অনুপম হাজরার গাড়িও।

ডায়মন্ডহারবারের সুলতানপুরে আজ নাড্ডার সাংগঠিক সভা রয়েছে। সভাস্থলের যাত্রাপথে শিরাকোলে এদিন সকাল থেকেই TMC-র সভা চলছিল। কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। অভিযোগ, নাড্ডার কনভয় শিরাকোল মোড়ে পৌঁছতেই চড়াও হন তৃণমূল কর্মী, সমর্থকরা। বিজেপি সভাপতি জে পি নাড্ডার গাড়ি আটকে দেওয়া হয়। আটকানো হয় মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, অনুপম হাজরার গাড়িও। 

অভিযোগ, কিছুক্ষণ আটকে থাকার পর পুলিসের মধ্যস্থতায় জে পি নাডডার গাড়ি ছাড়া হয়। এদিকে বিজেপি সর্বভারতীয় সভাপতির গাড়ি বেরিয়ে যেতেই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। বাইকে সওয়ার বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে ধুন্ধুমার বেঁধে যায় তৃণমূল কর্মী-সমর্থকদের। কয়েকজন মারধর করা হয়। কনভয়ের অন্যান্য গাড়িগুলিতেও হামলা করা হয় বলে অভিযোগ। বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাস্তায় খুবই অল্প সংখ্যক পুলিস মোতায়েন ছিল। পুলিসের সামনেই হামলার ঘটনা ঘটে।

অভিযোগ, একদল যুবক লাঠি হাতে রাস্তায় নেমে আসেন। সাংবাদিকদের উপরও আক্রমণ হয় বলে অভিযোগ। ক্যামেরা বন্ধ করার জন্য জোরজবরদস্তি চলতে থাকে। গাড়ির উপরও আঘাত করা হয়। পরিস্থিতি মোকাবিলায় রাস্তায় নামে RAF। সামগ্রিক পরিস্থিতিতে বিজেপি নেতা অনুপম হাজরা নিরাপত্তার অভাববোধ করছেন বলে Zee ২৪ ঘণ্টাকে প্রতিক্রিয়ায় জানান।

আরও পড়ুন, ডায়মন্ডহারবারে Nadda-র সভা, যাত্রাপথে TMC-র মিছিল-অবরোধ

.