জামাইষষ্ঠীর ভোজ খেতে গিয়ে বাড়ি থেকে চুরি গেল চাল, ডাল, আলু-পেঁয়াজ, রান্নার মশলা!

  শ্বশুরবাড়ি গিয়েছিলেন জামাইষষ্ঠী খেতে। বাড়ি ফাঁকা, ঝুলছে তালা। আলমারি, টিভি তো ছিলই, ঘরে মজুত ছিল আগামী দুমাসের চাল, ডাল, আলু, পেঁয়াজ আর রান্নার মশলা।

Updated By: May 29, 2020, 03:28 PM IST
জামাইষষ্ঠীর ভোজ খেতে গিয়ে বাড়ি থেকে চুরি গেল চাল, ডাল, আলু-পেঁয়াজ, রান্নার মশলা!

নিজস্ব প্রতিবেদন:  শ্বশুরবাড়ি গিয়েছিলেন জামাইষষ্ঠীর নিমন্ত্রণ খেতে। বাড়ি ফাঁকা, ঝুলছে তালা। আলমারি, টিভি তো ছিলই, ঘরে মজুত ছিল আগামী দুমাসের চাল, ডাল, আলু, পেঁয়াজ আর রান্নার মশলা। লকডাউন চলছে, স্বাভাবিকভাবেই ভবিষ্যতের খাবার মজুত করেছিলেন। কিন্তু কে জানত জামাইষষ্ঠীর ভোজ খেতে গিয়েই খোয়া যায় আলু, পেঁয়াজ, চাল-ডালের বস্তা! তাও আবার বাড়ির রান্নাঘর থেকেই! লকডাউনের বাজারে অনবদ্য চুরির ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়।

করোনা আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু ও তাঁর স্ত্রী, উপসর্গহীন তাই বাড়িতেই চিকিত্সাধীন
বাহারাপোতা গ্রামের বাসিন্দা মহাদেব গুছাইত সখ করে গিয়েছিলেন শ্বশুরবাড়ি জামাইষষ্ঠীর নিমন্ত্রণ খেতে। বাড়ি ফিরে চক্ষু চড়কগাছ তাঁর। ঘরের মেন দরজা খোলা, তালা ভাঙা। তখনই বুঝে গিয়েছিলেন আসল ব্যাপার।  ঘরে ঢুকে দেখেন আলমারি খোলা, খোয়া গিয়েছে সোনা দানা। তা বলে চুরি যাবে চাল, ডাল, রান্নার মশলাও!  তখনও ভাবতে পারেননি তিনি। রান্নাঘরের দিকে পা ফেলতেই কী বলবেন বুঝে পান না তিনি! থানায় কী অভিযোগ লেখাবেন? চুরি গেছে রান্নার মশলা, চাল ডাল! অবাক হন মহাদেবের প্রতিবেশীরাও।
অগত্যা খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। 

.