রাজ্যে বর্ষা কবে ঢুকছে? দিনক্ষণ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর

হাঁসফাঁস গরম থেকে অবশেষে স্বস্তি মিলতে চলেছে...

Updated By: Jun 7, 2018, 05:17 PM IST
রাজ্যে বর্ষা কবে ঢুকছে? দিনক্ষণ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিবেদন : রাজ্যবাসীর জন্য বড় সুখবর। হাঁসফাঁস গরম থেকে অবশেষে স্বস্তি মিলতে চলেছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই রাজ্যে ঢুকছে বর্ষা। স্পষ্ট জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এদিন দুপুরের পর থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে যায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এটা প্রাক বর্ষার বৃষ্টি। আগামী ২-৩ দিনের মধ্যেই রাজ্যে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে। প্রসঙ্গত, উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। এই নিম্নচাপের হাত ধরেই রাজ্যে ঢুকবে বর্ষা।

আরও পড়ুন, মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস! সাসপেন্ডেড 'দোষী' প্রধানশিক্ষক হরিদয়াল রায়

ইতিমধ্যেই মত্স্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাঁরা সমুদ্রে রয়েছেন, তাঁদের ফিরে আসার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

.