খুল্লামখুল্লা বিকোচ্ছে মদ, ‘নিষ্ক্রিয়’ পুলিস
পার্কে মদ্যপান নিষিদ্ধ। বড় অক্ষরে এই নোটিস টাঙানো আছে গেটে। তবে সে সব আর কে মানে? পুলিসের নাকের ডগাতেই চলছে মদের মদের পার্টি।
ওয়েবডেস্ক: চায়ের দোকানেই বিকোচ্ছে মদ। পিকনিক পার্টি চাইলেই মিলছে মদের বোতল। মাথাভাঙার তিনকুনিয়ায় ইকো পার্ক এখন যেন ওয়াইন পার্ক। নেশা করায় কোনও লুকোছাপা নেই! দেখেও দেখে না পুলিস।
ইকো পার্ক না ওয়াইন পার্ক? এখানে পিকনিক মানেই যেন মদের ফোয়ারা। প্রকাশ্যেই চলছে নেশা। এমনটাই চলছে মাথাভাঙার তিনকুনিয়া ইকো টুরিজম পার্কে।
আরও পড়ুন: EXCLUSIVE: বিজেপি ‘পাগল-ছাগল’, মুকুল ‘চোর’; পুরোহিত সম্মেলন সেরে বললেন কেষ্ট
পার্কে মদ্যপান নিষিদ্ধ। বড় অক্ষরে এই নোটিস টাঙানো আছে গেটে। তবে সে সব আর কে মানে? পুলিসের নাকের ডগাতেই চলছে মদের মদের পার্টি।
'চা দোকানেও মিলছে মদ'। কিন্তু এত মদ আসছে কোথা থেকে? চিন্তা নেই পিকনিকের মরশুমে পার্কের সামনের চায়ের দোকানেই খুল্লমখুল্লা বিকোচ্ছে মদ! স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুরাপ্রেমী পিকনিক পার্টির জন্য নষ্ট হচ্ছে পার্কের পরিবেশ।
আরও পড়ুন: ‘গিমিক করে কিছু করতে পারবেন না কাছড়াপাড়াবাবু’, মঞ্জু-ইস্যুতে মুকুলকে কটাক্ষ পার্থর