কোচবিহার শহর দেখল AIMIM-এর মিছিল, মুখে কুলুপ তৃণমূলের
মিমের জেলা সহ সভাপতি ফারুখ আবদুল্লা বলেন, 'আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট করাকে সমর্থন করে না মিম। যারা সরকারি সম্পত্তি নষ্ট করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত রাজ্য সরকারের।'
নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব সংশোধনী আইন ও NRC-র বিরোধিতায় কোচবিহার শহরে মিছিল করল AIMIM. বহরে তৃণমূলের মিছিলের মতো না হলেও এদিন জনসমাগম ছিল ভালই। যা দেখে প্রমাদ গুনছেন জেলার তৃণমূল নেতারা। মুখে রীতিমতো কুলুপ এঁটেছেন তাঁরা।
জ্বলন্ত ইস্যুকে হাতিয়ার করে কোচবিহারে নিজেদের উপস্থিতি জাহির করতে এদিন শহরে মিছিল করে মিম। নতুন এই রাজনৈতিক দলের মিছিলে কেমন জনসমাগম হয় তার দিকে কড়া নজর ছিল জেলার রাজনৈতিক নেতৃত্বের। শহরের রেলগুমটি থেকে মড়াপোড়া চৌপথি পর্যন্ত যায় মিছিল। মিছিল থেকে NRC, CAA ও কেন্দ্রীয় সরকার বিরোধী স্লোগান ওঠে।
CAA বিরোধী বিক্ষোভে হিংসাত্মক প্ররোচনার অভিযোগ, গ্রেফতার রাজ্যের AIMIM প্রধান
মিমের জেলা সহ সভাপতি ফারুখ আবদুল্লা বলেন, 'আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট করাকে সমর্থন করে না মিম। যারা সরকারি সম্পত্তি নষ্ট করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত রাজ্য সরকারের।'
ওদিকে কোচবিহারে মিমের আত্মপ্রকাশ নিয়ে মুখে কুলুপ এঁটেছে তৃণমূলের জেলা নেতৃত্ব। এই নিয়ে মন্তব্য করতে চাননি তৃণমূলের কোনও নেতাই। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে AIMIM নিয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।