সরু চাল সরিয়ে দেওয়া হচ্ছে মোটা চাল! রেশন নেওয়া বন্ধ করে বিক্ষোভ গ্রাহকদের!

রেশন দোকানের মালিক সরু চাল সরিয়ে রেখে গ্রাহকদের দিচ্ছেন মোটা চাল। অভিযোগ এবার বীরভূমের সিঙ্গুরের মির্জাপুর গ্রামে। প্রতিবাদে রেশন নেওয়া বন্ধ করে ডিলারকে ঘিরে বিক্ষোভ গ্ৰামবাসীদের।

Updated By: May 6, 2020, 05:33 PM IST
সরু চাল সরিয়ে দেওয়া হচ্ছে মোটা চাল! রেশন নেওয়া বন্ধ করে বিক্ষোভ গ্রাহকদের!

নিজস্ব প্রতিবেদন:  রেশন নিয়ে অভিযোগের শেষ নেই। তবে এ এক অন্য ধরনের অভিযোগ! চাল পাচ্ছেন, ডালও পাচ্ছেন! তবুও গ্রামবাসীদের অভিযোগ অন্য। রেশন দোকানের মালিক সরু চাল সরিয়ে রেখে গ্রাহকদের দিচ্ছেন মোটা চাল। অভিযোগ এবার বীরভূমের সিঙ্গুরের মির্জাপুর গ্রামে। প্রতিবাদে রেশন নেওয়া বন্ধ করে ডিলারকে ঘিরে বিক্ষোভ গ্ৰামবাসীদের।
 গ্রামবাসীদের অভিযোগ, অন্যান্য রেশনে সরু চাল দেওয়া হলেও মির্জাপুরের ডিলার তা সরিয়ে রেখে মোটা চাল বিলি করছে। গ্ৰামবাসীরা  প্রতিবাদ জানলে মানতে চাননি রেশন ডিলার অসিত সাঁধুখা। তারপরই সরু চাল দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন গ্ৰামবাসীরা।

স্যানিটাইজ করাতে হবে, এই ঝক্কিতে মিলল না অ্যাম্বুলেন্স, মৃত্যু ক্যান্সার আক্রান্ত শিশুর
পরে সিঙ্গুর থানার পুলিস ও মির্জাপুর বাঁকিপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সুকুমার দে গিয়ে আলোচনা করে রেশন চালু করেন। গ্ৰামবাসীদের আরও অভিযোগ,  চাল মাপার জন‍্য ডিজিট্যাল মেশিন চালু থাকলেও এখানে সেই পুরনো দাঁড়ি পাল্লাতেই চাল, গম মেপে রেশন দেওয়া হয়। সেখানে অনেক সময় ওজনে কারচুপি করা হয় বলে অভিযোগ।

Tags:
.