বাড়ির সামনে জলের কল বসানো নিয়ে বিবাদ, গ্রামবাসীরা পাড়া ছাড়া করল দম্পতিকে

বাড়ির সামনে জলের কল বসানো নিয়ে বিবাদ । একজোট হয়ে গ্রামবাসীরা পাড়া ছাড়া করল দম্পতিকে। পুলিস , প্রশাসন সকলের কাছে আবেদন জানিয়েও মেলেনি সুরাহা।

Updated By: Apr 25, 2017, 02:39 PM IST
বাড়ির সামনে জলের কল বসানো নিয়ে বিবাদ, গ্রামবাসীরা পাড়া ছাড়া করল দম্পতিকে

ওয়েব ডেস্ক: বাড়ির সামনে জলের কল বসানো নিয়ে বিবাদ । একজোট হয়ে গ্রামবাসীরা পাড়া ছাড়া করল দম্পতিকে। পুলিস , প্রশাসন সকলের কাছে আবেদন জানিয়েও মেলেনি সুরাহা।

হরিপাল থানার নালিকুল নওপাড়ার বাসিন্দা তাপস পয়েরা ও বাসন্তি পয়েরা। গত একবছর ধরে তারা বাড়ি ছাড়া। প্রতিবেশীরা বলছেন তাদের পাড়ায় ঢুকতে দেওয়া হবে না।

কারণটা কি। দুহাজার ষোলর জুনে জলের কল বসানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হয় তাপস পয়েরা ও বাসন্তি পয়েরার। ঝামেলার সময় অসুস্থ হয়ে পড়েন একজন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। অভিযোগ ওঠে তাপস পয়েরা ও বাসন্তি পয়েরার বিরুদ্ধে। দুজনেই গ্রেফতার হন। এখন অবশ্য জামিনে মুক্ত। কিন্তু জামিনে মুক্ত হলেও তাঁরা বাড়ি ফিরতে পারছেন না। আদতে তাদের বাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। যাদের সঙ্গে ঝামেলা তাঁরা অবশ্য অন্য কথা বলছেন। পুলিস, প্রশাসন,সবার কাছেই আবেদন জানিয়েছেন ঘরছাড়া পরিবারটি। কিন্তু ঘরে ফেরা হয়নি।

.