ফি বৃদ্ধির প্রতিবাদ, রাতভর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ঘেরাও উপাচার্য

লিপিকা প্রেক্ষাগৃহে রাতভর ঘেরাও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তী -সহ বেশ কয়েকজন অধ্যাপক।

Updated By: May 22, 2019, 08:05 AM IST
 ফি বৃদ্ধির প্রতিবাদ, রাতভর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ঘেরাও উপাচার্য

নিজস্ব প্রতিবেদন: ফি বৃদ্ধির প্রতিবাদ। ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। লিপিকা প্রেক্ষাগৃহে রাতভর ঘেরাও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তী -সহ বেশ কয়েকজন অধ্যাপক। কয়েকজন অধ্যাপক অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকজন অধ্যাপক বিক্ষোভ ঠেলে বেরনোর চেষ্টা করেন। ছাত্রছাত্রীরা বাধা দিলে, তাঁদের গায়ে হাত তোলা হয় বলে অভিযোগ। 

 

 

ফি বৃদ্ধি নিয়ে পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসেন উপাচার্য-সহ বিশ্বভারতীর আধিকারিকরা। বিকেল ৩টে পর্যন্ত কোনও সিদ্ধান্ত না হওয়ায় লিপিকা প্রেক্ষাগৃহে উপাচার্য-সহ আধিকারিকদের আটকে  বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। 

যেমন গুরু, তেমন চ্যালা! গেরুয়া ওড়না নিয়ে ধ্যানে বসলেন অনুপম
আগেই পড়ুয়ারা এই দাবিতে বিশ্বভারতীতে বিক্ষোভ দেখিয়ে একটি লিখিত জমা দিয়েছিলেন। তার পরিপেক্ষিতেই মঙ্গলবার আলোচনায় বসেছিল কর্তৃপক্ষ। 

বিশ্বভারতীতে ভর্তির ক্ষেত্রে চলতি বছর থেকে সাধারণ পড়ুয়াদের ফি দ্বিগুণ, সার্ক দেশের পড়ুয়াদের ফি পাঁচ গুণ ও বিদেশি পড়ুয়াদের ফি দশ গুণ বৃদ্ধি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এরপরেই বর্ধিত ফি কমানোর দাবিতে আন্দোলনে নামেন পড়ুয়ারা।

.