মেদিনীপুর শহরে ফের দুষ্কৃতী দৌরাত্ম্য, যুবককে ভোজালির কোপ

মেদিনীপুর শহরে ফের দুষ্কৃতী দৌরাত্ম্য। এক যুবককে ভোজালির কোপ। গুরুতর জখম যুবককে আনা হল কলকাতায়। শহরের দেশবন্ধু নগরে কৌশিক দাস নামে ওই যুবককে ভোজালির কোপ মারে এক দুষ্কৃতী। পালানোর সময় অভিযুক্ত সুনীল সিলকে ধরে ফেলেন স্থানীয়রা। কৌশিককে মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। কেন এই হামলা, তা নিয়ে ধন্দ রয়েছে। আহতের স্ত্রী ময়না দাসের দাবি, টাটা পয়সা নিয়ে বিবাদের জেরেই এই হামলা। আবার অন্য একটি সূত্র থেকে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণও সামনে আসছে। কয়েকদিন আগেই মেদিনীপুর শহরে গুলি চালানোর ঘটনা ঘটে। তারপর এই ঘটনায় সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে।

Updated By: Apr 7, 2017, 08:53 AM IST
মেদিনীপুর শহরে ফের দুষ্কৃতী দৌরাত্ম্য, যুবককে ভোজালির কোপ

ওয়েব ডেস্ক: মেদিনীপুর শহরে ফের দুষ্কৃতী দৌরাত্ম্য। এক যুবককে ভোজালির কোপ। গুরুতর জখম যুবককে আনা হল কলকাতায়। শহরের দেশবন্ধু নগরে কৌশিক দাস নামে ওই যুবককে ভোজালির কোপ মারে এক দুষ্কৃতী। পালানোর সময় অভিযুক্ত সুনীল সিলকে ধরে ফেলেন স্থানীয়রা। কৌশিককে মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। কেন এই হামলা, তা নিয়ে ধন্দ রয়েছে। আহতের স্ত্রী ময়না দাসের দাবি, টাটা পয়সা নিয়ে বিবাদের জেরেই এই হামলা। আবার অন্য একটি সূত্র থেকে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণও সামনে আসছে। কয়েকদিন আগেই মেদিনীপুর শহরে গুলি চালানোর ঘটনা ঘটে। তারপর এই ঘটনায় সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে।

.