পেট্রোল, ডিজেলের দাম কমাতে বিক্রয় কর কমাক রাজ্য সরকার: অধীররঞ্জন

ক্রমেই উর্ধ্বমুখী পেট্রোল, ডিজেল। নাভিঃশ্বাস উঠছে আমজনতা। গতকালের তুলনায় ১৯ পয়সা বেড়ে প্রতি লিটার পেট্রোলের দাম ৮০ টাকা ১২ পয়সা। ডিজেলের দামও বাড়ছে পাল্লা দিয়ে। গতকালের তুলনায় ১৯ পয়সা বেড়ে আজ শহরে ডিজেলের দাম লিটার প্রতি ৭১ টাকা ৮ পয়সা।

Updated By: May 24, 2018, 05:20 PM IST
পেট্রোল, ডিজেলের দাম কমাতে বিক্রয় কর কমাক রাজ্য সরকার: অধীররঞ্জন

নিজস্ব প্রতিবেদন:  পেট্রোল, ডিজেলের দাম কমাতে উদাহরণ তৈরি করুন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার জ্বালানির ওপর বিক্রয় কর কমাক। পেট্রোপণ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই আবেদন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

সাংবাদিক বৈঠকে অধীরবাবু বলেন, ‘‘পেট্রোল, ডিজেলের দাম কমাতে উদাহরণ তৈরি করুন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার জ্বালানির ওপর বিক্রয় কর কমাক। তাহলেই রাজ্যের মানুষকে স্বস্তি দেওয়া হবে।’’

আরও পড়ুন: প্রেমিককে বাঁচাতে হাসপাতালেই প্রেমিকা মুছল দাম্পত্যের প্রমাণ! স্বামীর সামনেই এই মহিলা যা করল...

ক্রমেই উর্ধ্বমুখী পেট্রোল, ডিজেল। নাভিঃশ্বাস উঠছে আমজনতা। গতকালের তুলনায় ১৯ পয়সা বেড়ে প্রতি লিটার পেট্রোলের দাম ৮০ টাকা ১২ পয়সা। ডিজেলের দামও বাড়ছে পাল্লা দিয়ে। গতকালের তুলনায় ১৯ পয়সা বেড়ে আজ শহরে ডিজেলের দাম লিটার প্রতি ৭১ টাকা ৮ পয়সা। এ নিয়ে টানা ১১ দিন উর্ধ্বমুখী জ্বালানি। বুধবার কুমারস্বামীর শপথের পর কর্নাটক বিধানসভা ভবনে চা-পানের আসরে পরবর্তী লড়াইয়ের ব্লু প্রিন্ট তৈরি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্যু পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি।

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পশ্চিম সব আঞ্চলিক দলকে পথে নামতে বলেন মমতা। শুধু রাজ্যস্তরে নয়, জাতীয় স্তরেও আন্দোলন জোরদার করার আহ্বান জানান তৃণমূলনেত্রী। মমতার প্রস্তাবে সম্মতি জানান উপস্থিত সব নেতা-নেত্রী। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইতিমধ্যে রাজ্যজুড়ে পথে নামছে তৃণমূল। এরইমধ্যে মমতা-সরকারের কাছে এই দাবি রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

.