বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষ, তীব্র যানজট
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল।
নিজস্ব প্রতিবেদন : বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা। বাস ও একটি মিনি ট্রাকের সংঘর্ষে আহত হলেন ২ জন। দুর্ঘটনাটি ঘটেছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপর প্রমোধনগরের কাছে।
আরও পড়ুন, সরকারি প্রকল্পের রাস্তা নির্মাণ নিয়ে তোলাবাজি, আক্রান্ত সুপারভাইজার
স্থানীয়রা জানিয়েছেন, এদিন বেলা ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দমদম থানার অন্তর্গত প্রমোধনগরের কাছে এনডিআরটিসি-র একটি এয়ারপোর্টগামী বাস ধাক্কা মারে পণ্যবোঝাই ওই গাড়িটিকে। ধাক্কার চোটে গাড়িটি ১০ ফুটের ডিভাইডার পার করে কলকাতাগামী লেনে গিয়ে পরে।
আরও পড়ুন, মুখোমুখি সংঘর্ষ, গাছে ধাক্কা, ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত ৫৭
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে পণ্যবোঝাই গাড়িটিকে ধাক্কা মারে। দুর্ঘটনার ফলে আহত হন ২ জন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। আহত ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন, মেট্রোয় আগুন-এ ‘ভাইরাল’ আতঙ্ক, ২৪ ঘণ্টার মধ্যেই প্রতিশ্রুতি ভুলল কর্তৃপক্ষ
ঘাতক বাসটির চালক পলাতক। দুর্ঘটনার ফলে এয়ারপোর্ট থেকে দক্ষিনেশ্বরগামী লেনে তীব্র যানজট তৈরি হয়েছে। ঘটনাস্থলে রয়েছে দমদম থানার পুলিশ ।