Siliguri Accident: গাছে ধাক্কা মেরে ছিটকে গেল গাড়ি! শিলিগুড়িতে মৃত ৩
কালিম্পং থেকে দিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল গাড়িটি। দুর্ঘটনা ঘটে বেঙ্গল সাফারি পার্কের কাছে। আহত ২।
নারায়ণ সিংহরায়: গাছে সজোরে ধাক্কা মেরে গাড়ি ছিটকে গেল বেশ খানিক দূরে! ঘটনাস্থলে প্রাণ হারালেন ১ জন। হাসপাতালে মৃত্যু হল আরও ২ জনের। আহত ২। দুর্ঘটনা ঘটল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের কাছে।
কীভাবে দুর্ঘটনা? এদিন দুপুরে কালিম্পং থেকে ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল গাড়ি। চালক-সহ সওয়ারি ছিলেন ৫ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেঙ্গল সাফারি পার্কের কাছে নিয়ন্ত্রণ হারান চালক। এরপর পাশেই মহানন্দা অভয়ারণ্যের একটি গাছে ধাক্কা মারে গাড়িটি। এতটাই জোরে ধাক্কা লাগে যে, বেশ কিছুটা দূরে গাড়িটি ছিটকে যায়! এমনকী, ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের।
এদিকে স্থানীয় বাসিন্দারা ততক্ষণে খবর দিয়েছেন থানায়। আহত চারজনকে উদ্ধার করে প্রথমে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যায় পুলিস। পরে তাঁদের স্থানান্তরিত করা হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্য়ু হয় আরও ২ জনের। গাড়িতে যাঁরা ছিলেন, তাঁদের কারও পরিচয় জানা যায়নি এখনও।
আরও পড়ুন: Grenade in Court: গাঁজার বস্তায় হ্যান্ড গ্রেনেড! আদালত ঘিরে ফেলল সেনাবাহিনী..