তৃণমূলের বাধা রুখে গোবরডাঙা কলেজে স্মারকলিপি দিল ABVP

ওদিকে তৃণমূলের দাবি, এদিন কলেজে যাঁরা স্মারকলিপি জমা দিয়েছে তারা বহিরাগত। কলেজে ABVP-র কোনও সংগঠন নেই। গোবরডাঙা কলেজে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে ABVP. আমরা তা হতে দেব না। 

Updated By: Jun 4, 2019, 04:27 PM IST
তৃণমূলের বাধা রুখে গোবরডাঙা কলেজে স্মারকলিপি দিল ABVP

নিজস্ব প্রতিবেদন: ABVP-র স্মারকলিপি প্রদান কর্মসূচি নিয়ে উত্তেজনা ছড়াল গোবরডাঙা হিন্দু কলেজে। বিজেপির অভিযোগ, তাঁদের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে তৃণমূল। তৃণমূলের পালটা অভিযোগ, বাইরে থেকে ছেলে এনে কলেজে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে ABVP. 

গোবরডাঙা কলেজে ABVP-র ইউনিট খোলা নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা রয়েছে কলেজ চত্বরে। বিজেপির অভিযোগ, কলেজে ইউনিট খোলার চেষ্টা করলে বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদ। গোবরডাঙা কলেজের ছাত্র সংসদ দীর্ঘ দিন ধরে তৃণমূল ছাত্র পরিষদের দখলে। মঙ্গলবার সকালে কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি জমা দিতে যান ABVP-র সদস্যরা। কলেজে ভর্তি ফি বন্ধ। ভর্তিতে দালালরাজ বন্ধ। কলেজে বহিরাগত-প্রবেশ বন্ধ-সহ একাধিক দাবিতে স্মারকলিপি দিতে কলেজ খোলার আগেই কলেজের সামনে জড়ো হন ABVP সমর্থকরা। 

 

অভিযোগ, সেই সময় তৃণমূলের টোটোচালক ও ভ্যানচালক ইউনিয়নের সদস্যরা তাদের ওপর হামলা চালায়। মারধর করা হয় ছাত্রদের। তবে তার পরেও কলেজ খুললে অধ্যক্ষকে স্মারকলিপি জমা দেন AVBP-র সদস্যরা। 

ওদিকে তৃণমূলের দাবি, এদিন কলেজে যাঁরা স্মারকলিপি জমা দিয়েছে তারা বহিরাগত। কলেজে ABVP-র কোনও সংগঠন নেই। গোবরডাঙা কলেজে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে ABVP. আমরা তা হতে দেব না। 

পুলিস-প্রশাসন থাকতে কলেজে বহিরাগত ঠেকানোর দায় তৃণমূলকে কে দিল তার জবাব অবশ্য দিতে পারেনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। 

হেলিপ্যাড বিতর্কে উত্তপ্ত গজলডোবা, বিক্ষোভে 'জয় শ্রী রাম' স্লোগান

বলে রাখি, দীর্ঘদিন তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত গোবরডাঙা পুর এলাকায় লোকসভা নির্বাচনে মুখ পুড়েছে ঘাসফুল নেতাদের। ১৭ ওয়ার্ডের পুরসভায় ২টি ওয়ার্ড বাদে বাকি সমস্ত জায়গায় তৃণমূলের থেকে এগিয়ে বিজেপি। গোটা পুরসভা এলাকা থেকে প্রায় ৬০০০ ভোটের লিড পেয়েছেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। মঙ্গলবার সেখানে বিজেপির বিজয় মিছিল করার কথাও রয়েছে। সেখানে হাজির থাকবেন সাংসদ শান্তনু ঠাকুর। তার আগে সকালে স্মারকলিপি নিয়ে দুপক্ষের বিবাদে উত্তাপ ছড়াল আপাতশান্ত নগরটিতে। 

.