Abhishek Banerjee: সিঙ্গুরে 'তৃণমূলের নবজোয়ার', ট্রাক্টর ব়্যালিতে অভিষেক...

প্রবীর চক্রবর্তী: হুগলিতে 'তৃণমূলে নবজোয়ার'। সিঙ্গুরে ট্রাক্টর ব়্যালি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্রাক্টরে চেপে পার করলেন ৫ কিমি পথ! সঙ্গে স্থানীয় কৃষক, তৃণমূল নেতারা।

রাজ্যে রাজনীতিতে একসময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল হুগলির সিঙ্গুর। রাজ্যে তখন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বামেরা। স্লোগান উঠেছিল, 'কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ'। কিন্তু সিঙ্গুরের টাটাদের ন্যানো কারখানা তৈরির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলন এতটাই তীব্র হয়ে ওঠেছিল যে, একলাখি গাড়ির কারখানা চলে গিয়েছিল গুজরাতে।

এদিকে সিঙ্গুর-মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। ২০১১ সালে রাজ্যে পালাবদল ঘটে। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে নির্দেশে  সিঙ্গুরে 'অনিচ্ছুক' কৃষকরা জমি ফেরত দেন তিনি। নবজোয়ার কর্মসূচিতে এবার সেই সিঙ্গুরে পৌঁছলেন অভিষেক। এদিন হরিপাল থেকে ৭৫  ট্রাক্টর নিয়ে ব়্যালি করেন তিনি।     

এর আগে, গতকাল সোমবার হাওড়ায় নবজোয়ার কর্মসূচি সেরে হুগলির জাঙ্গিপাড়ায় আসেন তিনি। এরপর সোজা ফুরাফুরা শরীফে। পীর আবু বকর সিদ্দিকির মাজার ঘুরে দেখেন অভিষেক। কথা বলেন মাজারের প্রবীণতম পীরজাদার সঙ্গে।

আরও পড়ুন: Arjun Singh: সস্তা অস্ত্র, বাংলায় কবে বোমা ছিল না? সিপিএম আমলে ফাটত না! সরব অর্জুন

শিয়রে পঞ্চায়েত ভোট। প্রার্থী হিসেবে কাকে চান? গোপন ব্য়ালটে মতামত জানাচ্ছেন সাধারণ মানুষও। ২৫ এপ্রিল কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরু করেছিলেন অভিষেক। কর্মসূচির নাম, 'তৃণমূলে নবজোয়ার'। আগামী ১৬ জুন এই কর্মসূচি শেষ হবে দক্ষিণ ২৪ পরগনায়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

English Title: 
Abhishek Banerjees tractor rally in Singur
News Source: 
Home Title: 

 সিঙ্গুরে 'তৃণমূলের নবজোয়ার', ট্রাক্টর ব়্যালিতে অভিষেক...

Abhishek Banerjee: সিঙ্গুরে 'তৃণমূলের নবজোয়ার', ট্রাক্টর ব়্যালিতে অভিষেক...
Yes
Is Blog?: 
No
Section: