লড়াই এবার আরও তীব্র, Suvendu-র গড়ে Abhishek

গত ১৮ জানুয়ারি নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এবার তিনিই হতে চলেছেন প্রার্থী।

Updated By: Jan 25, 2021, 07:33 PM IST
লড়াই এবার আরও তীব্র, Suvendu-র গড়ে Abhishek

নিজস্ব প্রতিবেদন: এ বলছে,'ফেরেববাজ, তোলাবাজ'। ও আবার বলছে, 'মীরজাফর,ঘুষখোর।' প্রথমজন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দ্বিতীয়জন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিটি সভাতেই নিয়ম করে একে অপরকে আক্রমণ শানাচ্ছেন 'দুই মূর্তি'। দক্ষিণ ২৪ পরগনায় সভা করার কথা আগেই ঘোষণা করেছেন শুভেন্দু। এবার অধিকারী গড়ে নামতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ ফেব্রুয়ারি হতে চলেছে সেই হাইভোল্টেজ সভা। 

গত ১৮ জানুয়ারি নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এবার তিনিই হতে চলেছেন প্রার্থী। তাঁকে ৫০ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহল বলছে, দুই মেদিনীপুর এবার হয়ে উঠেছে সম্মানরক্ষার লড়াই। সেজন্য খোদ তৃণমূল নেত্রীই চ্যালেঞ্জ ছুড়তে মাঠে নামছেন। এবার পূর্ব মেদিনীপুরে পা রাখছেন অভিষেক (Abhishek Banerjee)। সূত্রের খবর, কাঁথিতে অধিকারীদের বাসভবনের কাছাকাছিই থাকছে তাঁর সভাস্থল। নিশ্চিতভাবে ভিড় ওই সভাকে থেকে ভূমিপুত্রকেই নিশানা করবেন ডায়মন্ড হারবারের সাংসদ। এর পাশাপাশি তৃণমূলের কাছে ভিড় আনার চ্যালেঞ্জও থাকছে।

 গতকাল, রবিবার শুভেন্দুকে ঘুষখোর বলে নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি চিঠি দেখিয়ে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন,'আমার  হাতে একটা চিঠি এসেছে। এই চিঠিটা সারদার কর্ণধার সুদীপ্ত সেন কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটকে লিখেছেন। চিঠিতে সুদীপ্ত সেন লিখছেন, আমি শুভেন্দু অধিকারীকে ৬ কোটি টাকা দিয়েছি। তাহলে বলুন তোলাবাজ কে? ঘুষখোর কে? মীরজাফর কে?' তার পাল্টা এ দিন তমলুকের সভায় শুভেন্দু বলেন,'ম্যাডাম নারুলা কে? তোলাবাজ ভাইপো কী বলবেন? লালার টাকা কার অ্যাকাউন্টে ঢুকেছে?  থাইল্যান্ডের ব্যাঙ্কে টাকা ঢুকেছে। প্রতি মাসে ৩৬ লক্ষ টাকা করে ঢুকেছে রসিদও আছে। কে ম্যাডাম নারুলা? আপনারা জেনে যাবেন।' 

আরও পড়ুন- সমঝোতার হাত বাড়াল CPM, Left-Congress-র সঙ্গে 'সেক্যুলার' আব্বাস সিদ্দিকি?

    

.