এক রাতে ৫০০০টা মুকুল, সৌমিত্র তৈরি করতে পারবে মমতা: অভিষেক

বুধবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

Updated By: Jan 10, 2019, 10:57 PM IST
এক রাতে ৫০০০টা মুকুল, সৌমিত্র তৈরি করতে পারবে মমতা: অভিষেক

কমলিকা সেনগুপ্ত

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী দেখতে চায় তৃণমূল। তৃণমূলের মেগা ব্রিগেড সমাবেশের আগে সুর বেঁধে দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ববি হাকিমের কথায়, দেশকে ভালবাসি বলেই মমতাকে প্রধানমন্ত্রী দেখতে চাই। ভারতের সব ছাত্রছাত্রীরা সবুজ সাথীর সাইকেল পাক। সৌমিত্র খাঁয়ের দলত্যাগে সংগঠনে কোনও ফারাক পড়বে না বলেও দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।    

১৯শে জানুয়ারি তৃণমূলের ব্রিগেড। হাতে আর মাত্র কয়েকটা দিন। বৃহস্পতিবার হাওড়ার কুলগাছিয়ায় ব্রিগেড-প্রস্তুতি সভায় দলীয় কর্মীদের জন্য সুর বেঁধে দিলেন ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। মমতার ভাইপো দাবি করলেন, মোদী বিরোধী ব্রিগেডে আসছেন গোটা দেশের অবিজেপি নেতারা। তালিকায় অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, এমকে স্ট্যালিন, তেজস্বী যাদব, শরদ পওয়ার, শরদ যাদবদের নাম। লোকসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুতিতে যেন ফাঁক না থাকে। সে জন্য এদিন কর্মীদের ভোকাল টনিকও দেন অভিষেক। ডাক দেন, রাজ্যে ৪২টি আসনের মধ্যে ৪২টিই জিততে হবে। 

বুধবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। সেই প্রসঙ্গে অভিষেক বলেন, ''তৃণমূলের আবর্জনা বিজেপির রত্ন হয়ে গিয়েছে। তাতে কিছু যাবে আসবে না। একটা আবর্জনা নিয়ে এত নাচানাচি করছে। এক রাতে মমতা ৫০০০টা মুকুল, সৌমিত্র তৈরি করতে পারবে। ওরা পারবে না''।     

আরও পড়ুন- প্রধানমন্ত্রীকেও ছাড়লেন না রণবীর সিং, দিলেন 'জাদু কি ঝাপ্পি'

অভিষেকের অভিষেক আগেই হয়েছে। দিল্লিতে জোট সরকার তৈরি হলে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ভূমিকা থাকবে। আগামী দিনে তাঁর ব্যস্ততা আরও বাড়লে, বাংলায় তৃণমূলের সংগঠনে অভিষেকের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এদিনের বক্তব্যে তা পরিষ্কার বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

.