'জ্যাকেটের পকেটে ১০০০০ টাকা ঢুকিয়ে দেয়,' দাবি আব্বাসের অনুগামীর

অভিযোগ সাফ অস্বীকার করেছেন ভাঙড়-১ নম্বর তৃণমূল ব্লক সভাপতি শাহজাহান মোল্লা। তাঁর পাল্টা দাবি, "আব্বাস সিদ্দিকী (Abbas Siddiqui) নিজেই টাকা সংগ্রহ করে।"

Updated By: Jan 28, 2021, 05:39 PM IST
'জ্যাকেটের পকেটে ১০০০০ টাকা ঢুকিয়ে দেয়,' দাবি আব্বাসের অনুগামীর
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : ভোটের আগে টাকা দিয়ে আব্বাস সিদ্দিকীর (Abbas Siddiqui) অনুগামীদের কেনা হচ্ছে। এমনই গুরুতর অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে। অভিযোগ করেছেন ইন্ডিয়ান সেকুলার পার্টির সহ সম্পাদক আজিজুল মোল্লা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙর-১ নম্বর ব্লকের বোদরা অঞ্চলে। যদিও অভিযোগ সাফ খারিজ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

ইন্ডিয়ান সেকুলার পার্টির বোদরা অঞ্চলের সহ সম্পাদক আজিজুল মোল্লার অভিযোগ করেন, " আজ আমি সেলুনে চুল-দাড়ি কাটতে গিয়েছিলাম। তখন তৃণমূলের বেশ কয়েকজন নেতা আমায় ওদের পার্টি অফিসে নিয়ে যায়। সেখানেই আমাকে তৃণমূলের হয়ে ভোট করানোর জন্য টাকার প্রলোভন দেওয়া হয়। এমনকি আমার জ্যাকেটের পকেট ১০ হাজার টাকাও ঢুকিয়ে দেয় ওরা।" আজিজুল মোল্লা আরও জানিয়েছেন, "আমি ওই টাকা থানায় তুলে দিয়েছি। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছি পুলিস প্রশাসনের কাছে। আমরা ভাইজানের (Abbas Siddiqui) সঙ্গে বেইমানি করতে পারব না।"

প্রসঙ্গত, রাজ্যে আসন্ন  বিধানসভা নির্বাচন। একুশের ভোটে হাইভোল্টেজ লড়াইয়ের সাক্ষী থাকবে বাংলায়, এমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ভোট যত এগিয়ে আসছে, ততই অভিযোগ-পাল্টা অভিযোগে বাড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভায় বিজেপির (BJP) বিরুদ্ধে টাকা দেওয়ার অভিযোগে সোচ্চার হয়েছেন। বিজেপি টাকা দিয়ে ভোটারদের প্রলোভন দেখাচ্ছে বলে তোপ দেগেছেন। এবার তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধেই উঠল একই অভিযোগ। 

যদিও এই অভিযোগ সাফ অস্বীকার করেছেন ভাঙড়-১ নম্বর তৃণমূল ব্লক সভাপতি শাহজাহান মোল্লা। তাঁর পাল্টা দাবি, "আব্বাস সিদ্দিকী (Abbas Siddiqui) নিজেই টাকা সংগ্রহ করে। দিনের বেলায় প্রকাশ্যে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করে। বলে, ৩০০০ করে একশো লোকের হাত তোলো, ২০০০ করে পাঁচশো লোকের হাত তোলো, ১০০০ করে একহাজার লোকের হাত তোলো। তৃণমূল কংগ্রেসের সেই দুরবস্থা হয়নি যে টাকা দিয়ে আব্বাস সিদ্দিকীর লোকদের দলে নিতে হবে। সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ।"

আরও পড়ুন, BJP দশটা মারলে আমরা বিশটা মারব : আব্বাস সিদ্দিকী

'গ্রেটার বাংলাদেশের লক্ষ্যে লড়ছেন মাননীয়া', ফেসবুকে বিস্ফোরক Dilip Ghosh

.