Chapra: বিবাহিত মহিলাকে ফোনে উত্যক্ত করার অভিযোগ, যুবকের বাড়িতে চড়াও হয়ে 'মারধর'; এরপরই ঘটল 'ভয়ঙ্কর' ঘটনা
অভিযোগ, মারধরের জেরে মৃত্যু হল যুবকের মায়ের। গুরুতর জখম পরিবারের এক অন্তঃসত্ত্বা মহিলা।
![Chapra: বিবাহিত মহিলাকে ফোনে উত্যক্ত করার অভিযোগ, যুবকের বাড়িতে চড়াও হয়ে 'মারধর'; এরপরই ঘটল 'ভয়ঙ্কর' ঘটনা Chapra: বিবাহিত মহিলাকে ফোনে উত্যক্ত করার অভিযোগ, যুবকের বাড়িতে চড়াও হয়ে 'মারধর'; এরপরই ঘটল 'ভয়ঙ্কর' ঘটনা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/05/02/374274-beating.jpg)
নিজস্ব প্রতিবেদন: এক বিবাহিত মহিলাকে ফোনে উত্যক্ত করার অভিযোগ। যুবকের বাড়িতে পরিবারকে বেধড়ক মারধরের পাল্টা অভিযোগ। মারধরের জেরে মৃত্যু হল যুবকের মায়ের। গুরুতর জখম পরিবারের অপর এক অন্তঃসত্ত্বা মহিলা।
রবিবার রাতে ঘটনাটি ঘটেছে চাপড়া থানা এলাকার পুকুরিয়া এলাকায়। অভিযোগ, স্থানীয় এক মহিলাকে ফোন করা উত্যক্ত করত পিন্টু শেখ নামে এক যুবক। এবার তার বাড়িতে চড়াও হয় সাত-আট জনের একটা দল। কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, এরপর ওই যুবকের পরিবারের মহিলাদের ব্যাপক মারধর করে ওই দলটি। যুবকের মা'কে মারা হয়। মারধরের চোটে তাঁর মৃত্যু হয়। পরিবারের আরও এক অন্তঃসত্ত্বা মহিলা আহত হন।
এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাঁকে কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় চাপড়া এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে চাপড়া থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে। পুলিস একজনকে আটক করেছে। বাকিরা এখনও পলাতক।