পড়া বলতে না পারার শাস্তি‌! হাওড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে 'বেধড়ক মার' গৃহশিক্ষকের

অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।

Updated By: Jun 5, 2021, 10:27 AM IST
পড়া বলতে না পারার শাস্তি‌! হাওড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে 'বেধড়ক মার' গৃহশিক্ষকের

নিজস্ব প্রতিবেদন: পড়া বলতে না পারার শাস্তি! শিক্ষকের হাত থেকে রেহাই নেই তৃতীয় শ্রেণির ছাত্রীর। বেধড়ক মারে সে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে বালির নিশ্চিন্দায়। 

ঘটনাটি ঠিক কী? বালির নিশ্চিন্দার রাজাপুর প্রফুল্লনগর এলাকায় থাকে তৃতীয় শ্রেণির ছাত্রী সায়ন্তিকা। ওই এলাকারই এক গৃহশিক্ষকের কাছে পড়ে সে। পরিবার সূত্রে খবর, গতকাল অর্থাত্‍ শুক্রবার প্রাইভেট টিউশনি থেকে বাড়ি ফিরে কান্নাকাটি জুড়ে দেয় সায়ন্তিকা। কেন? ওই শিশু জানায়, পড়া বলতে না পারায় গৃহশিক্ষক তাকে বেধড়ক মারধর করেছেন! শুধু তাই নয়, ঘটনার পর তৃতীয় শ্রেণির ছাত্রীটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থও হয়ে পড়েছে বলে অভিযোগ। 

আরও পড়ুন: প্রাতঃভ্রমণে বেরিয়ে নিখোঁজ, বীরভূমে স্কুলের হস্টেলে মিলল তরুণ-তরুণীর দেহ

নিশ্চিন্দায় থানার অভিযুক্ত গৃহশিক্ষক পঙ্কজ আইচের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সায়ন্তিকার পরিবারের লোকেরা। বাবার অভিযোগ, ঘটনার পর থেকে একবার ছাত্রী খোঁজ নেননি তিনি। উল্টে থানায় অভিযোগ দায়ের করা হুমকি দিয়েছেন, নানাভাবে চাপ দিয়েছেন, যাতে অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়। শেষপর্যন্ত অবশ্য অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।  

আরও পড়ুন:ইমেল বিভ্রাট! সিউড়িতে অ্যাম্বুল্যান্সে বেঘোরে মৃত্যু করোনা আক্রান্তের

.