বিষ্ণুপুরে খুন তৃণমূল নেতা, অভিযোগের তির বিজেপির দিকে; চাঞ্চল্য এলাকায়
গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
নিজস্ব প্রতিবেদন: বিষ্ণুপুরে খুন তৃণমূল নেতা। জানা গেছে যে, পিটিয়ে খুন করা হয়েছে এই তৃণমূল নেতাকে। অভিযোগের তির বিজেপির দিকে। যদিও সব অভিযোগ অস্বিকার করা হয়েছে বিজেপির তরফে।
দক্ষিন ২৪ পরগনার বিষ্ণুপুর বিধানসভার ঘটনা। নিহত তৃণমূল নেতার নাম মঙ্গল প্রামাণিক। ২২২ নম্বর বুথের কোষাধ্যক্ষ্য ছিলেন মঙ্গল প্রামাণিক। সোমবার সকালে তিনি মাছের আড়তে যান মাছ কেনার জন্য। সেই সময় তার পিছন দিক থেকে বাঁশ দিয়ে আঘাত করা হয় তাঁকে।
এরপরেই গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে জানা গেছে যে এই ঘটনার পিছনে পারিবারিক শত্রুতার ঘটনাও থাকতে পারে।
আরও পড়ুন: Shantiniketan Gang Rape: স্কেচে শনাক্ত, ২ নাবালক সহ শান্তিনিকেতন নাবালিকা গণধর্ষণে গ্রেফতার ৪
আরও পড়ুন: Weather Today: বৃষ্টি নেই মহানগরে, বাড়বে অস্বস্তি
বাড়ির লোকের অভিযোগ বহুদিন ধরে রাজনৈতিক টানাপড়েন চলছিল। এবং এই শত্রুতার জেরেই বিজেপি সমর্থকরা তাঁকে খুন করেছে বলে অভিযোগ।