মা-এর বকায় আত্মঘাতী তৃতীয় শ্রেণির ছাত্রী, চাঞ্চল্য বারুইপুরে
পরিবার সূত্রে খবর, শুক্রবার মায়ের কাছে বকা খায় ওই কিশোরী। এরপর শনিবার ফাঁকা বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বছর এগারোর ওই কিশোরী
Updated By: Oct 13, 2019, 03:23 PM IST
নিজস্ব প্রতিবেদন: আত্মঘাতী তৃতীয় শ্রেণির ছাত্রী। নাবালিকার রহস্য মৃত্যুতে ফের চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার কমল পুর এলাকায়। মৃত ছাত্রীর নাম শাবানা শেখ (১১)।
পরিবার সূত্রে খবর, শুক্রবার মায়ের কাছে বকা খায় ওই কিশোরী। এরপর শনিবার ফাঁকা বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বছর এগারোর ওই কিশোরী। বাড়ির লোক ফিরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে শাবানাকে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। মৃতদেহ বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিস সূত্রে খবর, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Tags: