Rampurhat Arson: রামপুরহাটের পথে বিজেপি বিধায়করা! ভিডিও শেয়ার করে 'পিকনিক' কটাক্ষ কুণালের
বুধবার সকালে বিজেপির ৫৫জনের প্রতিনিধিদল বাসে করে রওনা দিয়েছেন রামপুরহাটের ঘটনাস্থলের উদ্দেশ্যে। যাওয়ার রাস্তায় শক্তিগড়ে বাস দাঁড় করিয়ে খেতে দেখা যায় তাদের। আর এই ঘটনার ভিডিও টুইট করে কটাক্ষ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
নিজস্ব প্রতিবেদন: "বিজেপির পিকনিক। গাড়ি বাসে যথাযথ আয়োজন বলে খবর", টুইটে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
বুধবার সকালে বিজেপির ৫৫জনের প্রতিনিধিদল বাসে করে রওনা দিয়েছেন রামপুরহাটের ঘটনাস্থলের উদ্দেশ্যে। যাওয়ার রাস্তায় শক্তিগড়ে বাস দাঁড় করিয়ে খেতে দেখা যায় তাদের। আর এই ঘটনার ভিডিও টুইট করে কটাক্ষ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
বিজেপির পিকনিক !!
গাড়ি, বাসে যথাযথ আয়োজন বলে খবর।
তবে শক্তিগড়ের ল্যাংচা না হলে চলে?
বুধবার সকালে।উল্লেখ্য, ওঁরা রামপুরহাটের দুঃখজনক ঘটনাস্থল দেখতে যাচ্ছেন। pic.twitter.com/o0SCJVXSVR
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 23, 2022
টুইটে দুটি ভিডিও পোস্ট করে প্রথমটিতে তিনি লিখেছেন, "বিজেপির পিকনিক !! গাড়ি, বাসে যথাযথ আয়োজন বলে খবর। তবে শক্তিগড়ের ল্যাংচা না হলে চলে? বুধবার সকালে। উল্লেখ্য, ওঁরা রামপুরহাটের দুঃখজনক ঘটনাস্থল দেখতে যাচ্ছেন।"
বিজেপির পিকনিক 2.
গাড়ি, বাসে যথাযথ আয়োজন বলে খবর।
তবে শক্তিগড়ের ল্যাংচা না হলে চলে?উল্লেখ্য, ওঁরা রামপুরহাটের দুঃখজনক ঘটনাস্থল দেখতে যাচ্ছেন। pic.twitter.com/1ACWCp3vVW
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 23, 2022
বামদের প্রতিনিধি দলকে গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয়। সেই সম্পর্কে বিজেপির বিধায়করা জানিয়েছিলেন যে রাস্তায় কোথাও তাদেরকে বাধা দেওয়া হলে সেখানেই তারা ঠিক করবেন তাদের পরবর্তী রণকৌশল কী হবে। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "বিরোধী হিসেবে বামেদের অস্তিত্ব বিধানসভায় শূন্য। ফলে স্বাভাবিকভাবেই তাদেরকেও তাদেরি করা কাজ আজকে নতুন করে ফিরে পেতে হচ্ছে।"
আরও পড়ুন: HS Exam 2022: বগটুই-এর HS পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনে বিশেষ ব্যবস্থা, জানিয়ে দিলেন সংসদ সভাপতি
তিনি আরও বলেন,"প্রশ্নটা হচ্ছে সত্যের। এটা বাম, বিজেপি অথবা কংগ্রেসের প্রশ্ন নয়। প্রশ্নও হচ্ছে নরসংহার হয়েছে, গণহত্যা হয়েছে, মধ্যযুগীয় বর্বরতা হয়েছে। স্বাধিনতা উত্তর পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক খুন হয়েছে, এই ধরনের খুনখুনির রাজনীতি সারা ভারতবর্ষের অন্য রাজ্যের ক্ষেত্রে দেখা যায়না।"