কেন অফলাইনে পরীক্ষা? বিশ্ববিদ্যালয়ের ছাদে আত্মহত্যার চেষ্টা পড়ুয়ার
গত কয়েকদিন ধরেই অনলাইনে পরীক্ষার দাবিতে আন্দোলন চলছিল। আশ্বাসের পরেও সিদ্ধান্ত বদল করেছে বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ, দাবি আন্দোলনকারীদের।
নিজস্ব প্রতিবেদন: আশ্বাসের পরেও কেন সিদ্ধান্ত বদল? অনলাইনে পরীক্ষার দাবিতে এবার আত্মহত্যার চেষ্টা করলেন এক পড়ুয়া। সহপাঠীদের সাহায্যে তাঁকে উদ্ধার করল পুলিস। ঘটনাস্থল, আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়।
অফলাইন নয়, পরীক্ষা নিতে হবে অনলাইনে। গত কয়েকদিন ধরেই আন্দোলন করছিলেন আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাঁদের দাবি, দিন কয়েক আগে অনলাইনে পরীক্ষা নেওয়ার আশ্বাসও দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর এদিন যখন অফলাইনে পরীক্ষা হবে বলে জানানো হয়, তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আরও পড়ুন: Maoist Poster: মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম থেকে ফিরতেই ফের উদ্ধার 'মাওবাদী' পোস্টার
অনলাইনে পরীক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয়ে সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা। অবরোধের জেরে আটকে পড়েন আসানসোলের জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং। যদিও এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন তিনি। শেষপর্যন্ত বিক্ষোভকারীদের বুঝিয়ে-সুঝিয়ে অবরোধ তুলে দেয় পুলিস।
তারপর? কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে অবস্থান-বিক্ষোভ চলছিল পড়ুয়াদের। এরপর আচমকাই বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ভবনে ছাদে ওঠেন পড়েন এক পড়ুয়া এবং গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন! খবর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। সহপাঠীদের সাহায্যে ওই পড়ুয়াদের নিচে নামিয়ে আনা হয়।