ডায়মন্ড হারবারে ভেঙে পড়ল মাটির দেওয়াল, মৃত ১

মর্মান্তিক এই ঘটনার পর থেকেই শোকের ছায়া নেমেছে এলাকা জুড়ে

Updated By: Feb 19, 2022, 10:04 AM IST
ডায়মন্ড হারবারে ভেঙে পড়ল মাটির দেওয়াল, মৃত ১
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: ঘুমন্ত অবস্থায় গভীর রাতে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু এক ব্যক্তির আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার পুরসভার ৫ নং ওয়ার্ডের কালিনগরে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে খাওয়া দাওয়ার পর নিজের মাটির ঘরে শুয়েছিলেন ডায়মন্ড হারবার পুরসভার ৫ নং ওয়ার্ডের বাসীন্দা জয়ন্ত দাস এবং তার স্ত্রী আশা দাস। রাত একটা নাগাদ হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পরে মাটির দেওয়াল। সেই ভাঙা দেওয়ালেই চাপা পড়েন সস্ত্রীক জয়ন্ত দাস। ঘটনায় বিকট আওয়াজ হওয়ার পর প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন দেওয়াল চাপা হয়ে পড়ে রয়েছেন জয়ন্ত দাস ও তার স্ত্রী। 

আরও পড়ুন: লাগাতর নাবালিকাকে ধর্ষণ প্রৌঢ়ের,গ্রেফতার প্রতিবেশী

পরে তাদেরকে উদ্ধার করে  ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা জয়ন্ত দাসকে মৃত ঘোষণা করে। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে চিকিৎসাধীন মৃত জয়ন্ত দাসের স্ত্রী আশা দাস। মর্মান্তিক এই ঘটনার পর থেকেই শোকের ছায়া নেমেছে এলাকা জুড়ে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.