Malda: কয়লামন্ত্রীর ভুয়ো আইডি! চাকরির সুপারিশ করে ইমেল নিউটাউনের কয়লা ভবনে
পুলিস যখন তার বাড়িতে তল্লাশি চালায় সেই সময় তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দফতরের রাষ্ট্র মন্ত্রী, মালদা পেকুয়া হাট হাইস্কুলের প্রধান শিক্ষকের লেটার হেড এবং স্ট্যাম্প।
নিজস্ব প্রতিবেদন: ছেলের চাকরির জন্য কয়লামন্ত্রীর ভুয়ো মেল আইডি তৈরি করে নিউটাউন কোল ভবনে ইমেল করল বাবা। সেখানে স্ট্যাম্প এবং সই জাল সন্দেহ হওয়াতে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে নিউটাউন থানার পুলিশ মালদার ইংলিশ বাজার থেকে গ্রেফতার করে বাবা সঞ্জয় গোস্বামী ও ছেলে সুব্রত গোস্বামীকে।
পুলিশ সূত্রে খবর গত বছর আগস্ট মাসের ২৪ তারিখে নিউটাউনের কোল ভবনের উচ্চপদস্থ আধিকারিক নিউটাউন থানায় অভিযোগ করেন যে তার কাছে একটি মেল এসেছে চাকরির সুপারিশের। কিন্তু সেটি জাল। তিনি আরও জানান যে সুপারিশপত্রে যে স্ট্যাম্প ও সই রয়েছে তাও নকল।
এরপর পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার মালদার ইংলিশ বাজার এলাকায় হানা দিয়ে বাবা ও ছেলেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা গেছে ধৃত সঞ্জয় গোস্বামী একটি ভুয়ো ইমেল আইডি তৈরি করে কয়লামন্ত্রীর নামে। এবং সেই ইমেল আইডি দিয়ে নিউটাউন কোল ভবনে একটি ইমেল করে নিজের ছেলে সুব্রত গোস্বামীকে যাতে নিউটাউন কোল ভবনে চাকরি দেওয়া হয়। এর পাশাপাশি সেখানে মন্ত্রীর জাল সই ও স্ট্যাম্প ছিল।
আরও পড়ুন: Minor Rape: ভয় দেখিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ, গ্রেফতার প্রতিবেশী
পুলিস যখন তার বাড়িতে তল্লাশি চালায় সেই সময় তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দফতরের রাষ্ট্র মন্ত্রী, মালদা পেকুয়া হাট হাইস্কুলের প্রধান শিক্ষকের লেটার হেড এবং স্ট্যাম্প।
বুধবার ধৃতকে বারাসাত কোর্টে তোলা হয় এবং তিনদিনের পুলিশ হেফাজতের আবেদন জানান হয়।