আসন ছাড়তে দেরি, চলন্ত ট্রেনেই সহযাত্রীকে ঘুষি!

এই প্রথমবার নয়, লোকাল ট্রেনে বগা ঘোষের বিরুদ্ধে  ‘দাদাগিরি’র অভিযোগ এর আগেও উঠেছে বলে দাবি নিত্যযাত্রীদের। 

Updated By: Dec 24, 2018, 01:00 PM IST
আসন ছাড়তে দেরি, চলন্ত ট্রেনেই সহযাত্রীকে ঘুষি!

নিজস্ব প্রতিবেদন: ট্রেনের আসন ছাড়তে দেরি হয়েছিল। সেই ‘অপরাধে’ এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল লোকাল ট্রেনের সহযাত্রীর বিরুদ্ধে। চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

আরও পড়ুন: রথযাত্রা মামলা: হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে রাজ্য বিজেপি

 

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমল ঘোষ নামে আহত ওই যাত্রী সোমবার শিয়ালদা কাটোয়া শাখার লোকাল ট্রেনে উঠেছিলেন। অভিযোগ, নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর বগা ঘোষ নামে অভিযুক্ত যাত্রী তাঁকে আসন ছেড়ে উঠে যেতে বলেন। কিন্তু অমল ঘোষ প্রথমে তার কথা শোনেননি। এরপর দুজনের মধ্যে বচসা শুরু হয়। তা গড়ায় হাতাহাতিতে। এরপর অমল ঘোষ সিট ছেড়ে উঠে দাঁড়ান। কিন্তু দুজনের বচসা চলতে থাকে। বগা ঘোষ তাঁকে ঘুষি মারেন বলে অভিযোগ।

আরও পড়ুন: সল্টলেকে মায়ের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য, ছেলের ভূমিকা নিয়ে সন্ধিহান পুলিস

চোখে গুরুতর চোট পান অমল। তাঁকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়ার হুমকিও দেন বগা। অন্যান্য যাত্রীরাই আহত অমল ঘোষকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান।

ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত বগা ঘোষ। এই প্রথমবার নয়, লোকাল ট্রেনে বগা ঘোষের বিরুদ্ধে  ‘দাদাগিরি’র অভিযোগ এর আগেও উঠেছে বলে দাবি নিত্যযাত্রীদের। অভিযুক্তের খোঁজে পুলিস।

.