Malda Ratua Blast: 'মা ভাত খাব', এই বলে মাঠে যায় মেয়ে, হঠাৎ বিস্ফোরণে জখম নাবালিকা
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা।
![Malda Ratua Blast: 'মা ভাত খাব', এই বলে মাঠে যায় মেয়ে, হঠাৎ বিস্ফোরণে জখম নাবালিকা Malda Ratua Blast: 'মা ভাত খাব', এই বলে মাঠে যায় মেয়ে, হঠাৎ বিস্ফোরণে জখম নাবালিকা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/03/30/370184-malda-ratua-blast.jpg)
নিজস্ব প্রতিবেদন: বোমা ফেটে জখম নয় বছরের শিশুকন্যা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া থানার অন্তর্গত চাঁদমনি ১ গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর গ্রামে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা।
জানা গিয়েছে, বুধবার দুপুরে বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে ভুট্টার জমিতে ঘাস আনতে গিয়েছিল ওই শিশু কন্যা। বাড়িতে মা'কে বলে গিয়েছিল, 'ফিরে এসে ভাত খাব'। পরিবার সূত্রে খবর, হঠাৎ শব্দে কেঁপে ওঠে চারপাশ। ছুটে গিয়ে তাঁরা দেখেন মাটিতে পড়ে রয়েছে মেয়েটি। বিস্ফোরণ হয় বলে তাঁদের অভিযোগ।
গুরুতর জখম অবস্থায় সঙ্গে সঙ্গে ওই শিশু কন্যাকে প্রথমে সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ভুট্টার জমিতে কীভাবে বোমা এল? তা খতিয়ে দেখছে রতুয়া থানার পুলিস।
আরও পড়ুন: Rampurhat Arson: CBI দফতরে ওসি নলহাটি, বগটুই 'গণহত্যার' তদন্তে কেন্দ্রীয় সংস্থার চার 'প্রশ্নবাণ'
আরও পড়ুন: Rampurhat Arson: 'ভাদুকে মেরে দিল...', পুলিসের সামনেই 'নাটুকে কান্না' গণহত্যাকাণ্ডের নায়কদের