বাবাকে মাথা থেঁতলে খুনের চেষ্টা, পলাতক ছেলে

পেনশনের অর্ধেক টাকা নেওয়ার জন্য বাবা মায়ের ওপর অত্যাচার শুরু করে ছেলে। 

Updated By: Sep 17, 2019, 12:49 PM IST
বাবাকে মাথা থেঁতলে খুনের চেষ্টা, পলাতক ছেলে

নিজস্ব প্রতিবেদন: পেনশনের অর্ধেক টাকা দিতে অস্বীকার। বাবাকে মাথা থেঁতলে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের পশ্চিম মাশুড়িয়া গ্রামে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।

 

 মাশুড়িয়া গ্রামের বাসিন্দা ভবেশচন্দ্র দোলুই সেচ দফতরে চাকরি করতেন। ১৪ বছর অবসর নিয়েছেন। দশ হাজার টাকা করে পেনশন পান ৭৪ বছরের বৃদ্ধ। প্রত্যেক মাসে দুহাজার টাকা করে ছেলের হাতে তুলে দিতে হয় তাঁকে।

রাজীব কুমারের ভরসা এবার জেলা জজ কোর্ট, ২টোর পর আগাম জামিনের আবেদনের মামলার শুনানি

পেনশনের অর্ধেক টাকা নেওয়ার জন্য বাবামায়ের ওপর অত্যাচার শুরু করে ছেলে। মত্ত অবস্থায় মাকে ধরে মারধর করতে থাকে। স্ত্রী ছেলের হাতে আক্রান্ত দেখে ছুটে যান ভবেশচন্দ্র। অভিযোগ, তখনই ভারী বস্তু দিয়ে বাবার মাথায় আঘাত করে ছেলে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ভবেশচন্দ্র। বাবাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে ভয়ে পালিয়ে যায় ছেলে। ওই অবস্থাতেই হেঁটে থানায় যান ভবেশচন্দ্র। ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপর চিকিত্সার জন্য তাঁকে ভগবানপুর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।

.