মদ্যপ বাবার হাতের গুলিতে মৃত্যু চার বছরের শিশুর

 পারিবারিক বচসার জেরে স্ত্রীকে গুলি করতে গিয়ে চার বছরের শিশুপুত্রকে গুলি করে বসে নাস্তার, এমনটাই জানানো হয়েছে পরিবারের তরফে। 

Updated By: Feb 18, 2021, 03:52 PM IST
মদ্যপ বাবার হাতের গুলিতে মৃত্যু চার বছরের শিশুর

নিজস্ব প্রতিবেদন: বাবার হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু চার বছরের শিশুর। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের ঝিটকিয়া গ্রামে। স্থানীয়দের অভিযোগ, এদিন রাতে মদ্যপ অবস্থায় নিজের ছেলের মাথায় গুলি করে নাস্তার আলি। পারিবারিক বচসার জেরে স্ত্রীকে গুলি করতে গিয়ে চার বছরের শিশুপুত্রকে গুলি করে বসে নাস্তার, এমনটাই জানানো হয়েছে পরিবারের তরফে। 

আরও পড়ুন:  মইদুলের মৃত্যুর প্রতিবাদ, রাজ্য জুড়ে রেল রোকো কর্মসূচি বাম ছাত্র-যুবদের

এরপরই আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসেন। গুরুতর জখম শিশুকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা শিশুকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিস। তাঁক কাছে কোথা থেকে আগ্নেয়াস্ত্র এল তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও ঘটনার পর থেকেই নাস্তার আলি পলাতক বলে জানা গিয়েছে।

.