পুরুলিয়ায় জোড়া খুন, কাজ শেষে ফেরার পথে আক্রান্ত বাবা-ছেলে
ঘটনার জেরে রবিবার সকাল থেকে পুরুলিয়া-রাঁচি ৩২ নম্বর জাতীয় সড়ক অবরোধে করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
অনুপ মুখার্জি: জোড়া খুন পুরুলিয়ায়। শনিবার রাতে কাজ করে ফেরার সময় একসঙ্গে খুন বাবা এবং ছেলে।
চাষরোড পাম্পে কাজ করে ফেরার সময় শনিবার রাতে দুষ্কৃতীদের হাতে খুন হল বাবা ছেলে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার কানালি গ্রামে। জানা গিয়েছে মৃতদের নাম মদন চন্দ্র পান্ডে এবং কানাই লাল পান্ডে।
ঘটনার জেরে রবিবার সকাল থেকে পুরুলিয়া-রাঁচি ৩২ নম্বর জাতীয় সড়ক অবরোধে করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুন: Bardhaman Hooch Tragedy: বর্ধমান শহরে বিষমদ খেয়ে মৃত ৪, সব মদের দোকান বন্ধের নির্দেশ
প্রাথমিক ভাবে জানা গিয়েছে লুঠ করার উদ্দেশ্যেই দুষ্কৃতীরা হামলা করে বাবা এবং ছেলের উপর। পেট্রল বিক্রির টাকা, পরেরদিন ব্যাংকে জমা পড়ার কথা। সেই রাতে টাকা নিয়ে ফিরতেন এই দুই কর্মী।
দুষ্কৃতীরা পরিকল্পনা করেই লুঠ করতে যায় বলে মনে করা হচ্ছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে দুষ্কৃতীদের চিনতে পারায় খুন হতে হয় বাবা এবং ছেলে কে।