জমি বিক্রির ২ লাখ টাকার জন্যই খুন? বাড়ির পাশেই মিলল নিখোঁজ ব্যক্তির দেহ

সম্প্রতি একটা জমি বিক্রি করে দুই লক্ষ টাকা পেয়েছিলেন কালু।

Updated By: Jan 17, 2019, 11:34 AM IST
জমি বিক্রির ২ লাখ টাকার জন্যই খুন? বাড়ির পাশেই মিলল নিখোঁজ ব্যক্তির দেহ

নিজস্ব প্রতিবেদন : বাড়ির পাশেই উদ্ধার হল নিখোঁজ ব্যক্তির দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের মহম্মদবাজার শালদোহা মোড়ে। মৃতের নাম কালু ভকত। এদিন সকালে কালু ভকত নামে ওই ব্যক্তির নামে মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিসে।

আরও পড়ুন, ঘুমন্ত অবস্থাতেই গুড্ডুর গলার নলি কেটে দেয় দুষ্কৃতীরা, ধৃত খুনে জড়িত ২

তেমন কোনও কাজকর্ম করত না কালু। কিন্তু সম্প্রতি একটা জমি বিক্রি করে দুই লক্ষ টাকা পেয়েছিলেন কালু। পরিবারের দাবি, সেই টাকার জন্যই খুন করা হয়েছে কালুকে। সত্যিই কি সেই টাকার জন্যই কালুকে খুন করা হয়েছে কি, তা খতিয়ে দেখছে পুলিস।

আরও পড়ুন, এগারোর ঘরে পারদ, দ্বিতীয় স্পেলে ঝোড়ো ব্যাটিং শীতের

জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হন কালু।  সেই সময় নেশাগ্রস্থ অবস্থায় ছিলেন তিনি। তারপর রাতে আর বাড়ি ফেরেননি। রাত থেকেই শুরু হয় খোঁজ। এদিন সকালে তাঁর মৃতদেহ প্রথম চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের।

আরও পড়ুন, ঘর থেকে ৩ বছরের শিশুকে টেনে নিয়ে গেল চিতাবাঘ, রাতভর তল্লাশিতে উদ্ধার খণ্ডবিখণ্ড দেহ

খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে মহম্মদবাজার থানার পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতদেহের গলায় একটা দাগ ছিল। প্রাথমিকভাবে অনুমান শ্বাসরোধ করেই খুন করা হয়েছে কালু ভকতকে।

.