Purba Medinipur: বাড়ির ছাদে উঠে তল্লাশি অভিযান, হাই ভোল্টেজ তারে হাত লেগে মৃত সিভিক ভলেন্টিয়ার

মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম সুব্রত কর। বাড়ি গুড়গ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার বুড়াবুড়ি গ্রামে। সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভগবানপুর হাসপাতালের সামনে হাজির হন ভগবানপুরের বহু মানুষ। 

Updated By: Mar 15, 2022, 07:28 AM IST
Purba Medinipur: বাড়ির ছাদে উঠে তল্লাশি অভিযান, হাই ভোল্টেজ তারে হাত লেগে মৃত সিভিক ভলেন্টিয়ার
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: রাতে বাড়ির ছাদে উঠে তল্লাশি অভিযান চালাতে গিয়ে ওভার হেড হাই ভোল্টেজ বিদ্যুৎ-এর লাইনে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সিভিক ভোলেন্টিয়ারের। পুলিসের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছেন এলাকার সাধারণ মানুষ। মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে।

ঘটনাটি ঘটেছে ভগবানপুর থানার দ্বারিমারায়। ঠিক কী কারনে অভিযান চালিয়েছিল পুলিস তা এখনও জানা যায়নি। তবে, অভিযানের সময় বাড়ির ছাদে উঠে গেলে ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে বিদ্যুতপৃষ্ঠ হয় এক সিভিক ভলেন্টিয়ার। এর পরেই উত্তেজনা তৈরী হয় এলাকায়। পুরো এলাকা বিদ্যুতহীন হয়ে পড়ে। পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিদ্যুতপৃষ্ঠ সিভিক ভলেন্টিয়ারকে ভগবানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে কাঁথি মহকুমা হাসপাতালে। 

আরও পড়ুন: Maheshtala Extra Marital Affairs Case: দূরসম্পর্কের দেওরের সঙ্গে ৬ মাসের 'সম্পর্ক', স্ত্রী'র পিছু নিয়ে চরম মাশুল দিলেন স্বামী

মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম সুব্রত কর। বাড়ি গুড়গ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার বুড়াবুড়ি গ্রামে। সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভগবানপুর হাসপাতালের সামনে হাজির হন ভগবানপুরের বহু মানুষ। অভিযানের সময় কেন আরও সতর্কতা অবলম্বন করেনি পুলিস, কী ঘটনা ঘটেছিল! কেন রাতেই তদন্তের প্রয়োজন পড়ল এবং সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে কেন এই কাজ করানো হয়েছিল! এই প্রশ্নই করছেন এলাকার সব মানুষ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.