দোকানের ভিতরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ব্যবসায়ী
মঙ্গলবার রাতেও পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন উজ্জ্বল। বুধবার সকালে অন্যান্য ব্যবসায়ীরা বাজারে গিয়ে দোকান খুলতে গিয়ে উজ্জ্বলের ঝুলন্ত দেহ দেখতে পান। ব্যবসায়ীরাই সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিস গিয়ে দেহ উদ্ধার করে।
নিজস্ব প্রতিবেদন: দোকানের মধ্যে থেকেই উদ্ধার হল ব্যবসায়ীর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির লালকুঠি পাড়ায়।
বছর কুড়ির শেখ উজ্জ্বল নামে ওই ব্যবসায়ী সিউড়ির লালকুঠি পাড়ার বাসিন্দা। এলাকাতেই একটি কাপড়ের দোকান রয়েছে তাঁর। পুজোর আগে কয়েক লক্ষ টাকার মাল কিনেছিলেন তিনি। দোকানে লক্ষ লক্ষ টাকার জিনিস থাকায় রাতে দোকানেই থেকে যেতেন বলে জানিয়েছেন উজ্জ্বলের পরিবার।
আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে দেখা করতে বেরিয়েছিল মেয়ে... উদ্ধার খুবলে খাওয়া দেহ
মঙ্গলবার রাতেও পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন উজ্জ্বল। বুধবার সকালে অন্যান্য ব্যবসায়ীরা বাজারে গিয়ে দোকান খুলতে গিয়ে উজ্জ্বলের ঝুলন্ত দেহ দেখতে পান। ব্যবসায়ীরাই সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিস গিয়ে দেহ উদ্ধার করে।
আরও পড়ুন: পুজোর আগেই সুখবর: ১০০ টাকার পেট্রোল কিনলে ফেরত পাবেন ৪০ টাকা ৭৫ পয়সা!
দেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মঘাতী হয়েছেন ওই যুবক। কিন্তু কারণ নিয়ে ধন্দ রয়েছে। আত্মহত্যার পিছনে প্রেমঘটিত কারণ থাকতে পারে বলেও মনে করছে পুলিস। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কথা বলা হচ্ছে আশেপাশের ব্যবসায়ীদের সঙ্গে।