Dakshin Dinajpur: নেশার টাকা না পেয়ে নিজের মাকেই লোহার রড দিয়ে মার! তারপর...
গতকাল বিকেলবেলায় এলাকায় একটি মেলা থেকে ছেলে মিঠুন রবিদাস বাড়ি ফিরে এসে মায়ের সঙ্গে বচসা করে। তাতে যোগ দেয় স্বামী পূর্ণ রবিদাস। সেই ঝগড়া সন্ধ্যা পর্যন্ত চলে বলে জানা যায়।
শ্রীকান্ত ঠাকুর: লোহার রড দিয়ে মাথায় আঘাত করে মাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। অবশ্য একই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে মৃতার স্বামীকেও। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের গৌরি পাড়া এলাকায়। জানা গিয়েছে মৃত গৃহবধুর নাম সোভিয়া রবিদাস। তাঁর বয়স ৪০ বছর।
গতকাল বিকেলবেলায় এলাকায় একটি মেলা থেকে ছেলে মিঠুন রবিদাস বাড়ি ফিরে এসে মায়ের সঙ্গে বচসা করে। তাতে যোগ দেয় স্বামী পূর্ণ রবিদাস। সেই ঝগড়া সন্ধ্যা পর্যন্ত চলে বলে জানা যায়।
আরও পড়ুন: Domohoni: ফাঁকা পড়ে আছে রেলের জমি, হাসপাতাল-ট্যুরিজমের দাবি তুলে শুরু আন্দোলন
আত্মীয়দের অভিযোগ মিঠুন রবিদাস বিভিন্ন ধরনের নেশার সঙ্গে জড়িত ছিল। মাঝে মাঝেই নেশার টাকার জন্য চাপ দিত বাবা মাকে। স্বামী পূর্ণ রবিদাস কৃষিকাজ করেন। আর্থিকভাবে দুর্বল এই পরিবার।
নেশার টাকা চেয়ে না পাওয়ায় গতকাল বিকালে ঝামেলার সুত্রপাত হয় বলে জানা গিয়েছে। রাতের দিকে বাড়িতে থাকা শাবল দিয়ে গৃহবধুর মাথায় আঘাত করে বলে অভিযোগ। বাড়িতে থাকা একটি নিম গাছের তলায় অনেক রক্ত পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি আত্মীয়দের।
আরও পড়ুন: Saumitra Kha: সৌমিত্র খাঁর মিছিলে কালো পতাকা, পাল্টা তৃণমূল কার্যালয়ে হামলার অভিযোগ
সোমবার সকালবেলা স্বামী পূর্ণ রবিদাস ঘটনা জানাজানি হবার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। পাশাপাশি মিঠুন রবিদাস বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে এলাকার লোকজন ধরে ফেলে এবং তাকে আটকে রাখে।
ঘটনার খবর পেয়ে ছুটে যায় বংশীহারী থানার পুলিস। সেই সময়ে মৃতের ছেলে মিঠুন রবিদাসকে পুলিসের হাতে তুলে দেওয়ার পাশাপাশি শাবল উদ্ধার করে বংশীহারী থানার পুলিস।
ঘটনার তদন্ত করছে বংশীহারী থানার পুলিস। মৃত গৃহবধুর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্ত মিঠুন রবিদাসকে তোলা হবে গঙ্গারামপুর মহকুমা আদালতে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)