Blast: কৌটো ছুঁড়তেই ঘটল বিস্ফোরণ! রহড়ায় মৃত্যু কিশোরের
থানার অদূরে কৌটায় বোমা এল কী করে? প্রশ্নের মুখে পুলিসের ভূমিকা।
নিজস্ব প্রতিবেদন: কৌটো ছুঁড়তেই ঘটল বিস্ফোরণ! বোমা ফেটে প্রাণ গেল কিশোরের। প্রশ্নের মুখে পুলিসের ভূমিকা। এবার ঘটনাস্থল, উত্তর ২৪ পরগনার রহড়া।
জানা গিয়েছে, মৃতের নাম শেখ সাহিল। বাড়ি, রহড়া থানায় এলাকার মধ্যপাড়ায়। বাবা পেশায় অটো চালক। লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন মা। অভাবের সংসারে খুব বেশি দূর পড়াশোনা করতে পারেনি সাহিল।
আরও পড়ুন: Joynagar: পকেটে নেই টাকা, বন্দুক দেখিয়ে মোবাইল হাতিয়ে গ্রেফতার ২ যুবক
এদিন সকালে রহড়া থানার পাঁচিল লাগোয়া এলাকা আবর্জনা পরিষ্কার করতে গিয়েছিলেন সাহিলের দাদু। সেখানে একটি কৌটো পান তিনি। বাড়ি ফেরার পর সেই কৌটোটি দিয়েছিলেন নাতিকে। বলেছিলেন, পরিষ্কার করতে দিতে। এরপর বাড়ির সামনে এক ল্যাম্পপোস্টে যখন কৌটোটি ছুঁড়ে মারে সোহেল, তখনই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে গুরুতর আহত হয় ওই কিশোর। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের বিএন বসু হাসপাতালে। এরপর সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে, সাহিলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
থানার অদূরে কৌটায় বোমা এল কী করে? পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিস।
এর আগে, উত্তর ২৪ পরগনারই খড়দহ থানা এলাকায় টিটাগড় পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডে একটি ভগ্নপ্রায় মন্দিরে বিস্ফোরণ ঘটেছিল। বিস্ফোরণের জেরে জখম হয়েছিল এক বৃদ্ধ। শুধু তাই নয়, ঘটনার পর দেখা গিয়েছিল, ওই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আরও কয়েকটি বোমা।