স্বর্ণ সংস্থা অদ্রিজায় তল্লাশিতে উদ্ধার ৯০ কেজি সোনা, ৪০ কোটির হীরে

স্বর্ণ সংস্থা অদ্রিজায় তল্লাশি চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণে হীরে আর সোনা। প্রায় ৪০ কোটি টাকার হীরে ও দামী রত্ন উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে ৯০ কিলোগ্রাম সোনাও।

Updated By: Dec 28, 2017, 07:05 PM IST
স্বর্ণ সংস্থা অদ্রিজায় তল্লাশিতে উদ্ধার ৯০ কেজি সোনা, ৪০ কোটির হীরে
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন : স্বর্ণ সংস্থা অদ্রিজায় তল্লাশি চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণে হীরে আর সোনা। প্রায় ৪০ কোটি টাকার হীরে ও দামী রত্ন উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে ৯০ কিলোগ্রাম সোনাও।

রোজভ্যালি কাণ্ডের তদন্তে নেমে  অদ্রিজা নামক স্বর্ণ সংস্থাটির তিনটে শো-রুমে হানা দেন তদন্তকারীরা। বুধ ও বৃহস্পতি দু'দিন ধরে তল্লাসি চালানো হয় হাওড়া, রাসবিহারী ও বাগুইআটির শোরুমে। সেখান থেকেই উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ সোনা ও হীরে।

রোজভ্যালির সোনা কেনাবেচা সংস্থা ছিল অদ্রিজা। ইডির সন্দেহ, চিটফান্ডের টাকার একটা বড় অংশ পাচার করা হয়েছে রোজভ্যালির এই স্বর্ণ-সংস্থায়। আজ তল্লাশির পর বাজেয়াপ্ত করা হয়েছে সংস্থার লেজার বুক, অ্যাকাউন্টসের খাতাও। সেগুলিকে পরীক্ষার করে দেখতে ইডি  দফতরে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন, বর্ষবরণের আনন্দ মাটি, এবছর আর শীত পড়বে না

.