Odisha Accident: জাতীয় সড়কে ট্রাকের ধাক্কা! ওড়িশায় মৃত্যু বাংলার ৭ দিনমজুরের
মৃতেরা সকলেই উত্তর ২৪ পরগনার বসিরহাটের সদস্য। ৩ আবার একই পরিবারের সদস্য! ওড়িশায় মুরগি আনতে গিয়েছিলেন তাঁরা।
বিমল বসু: পোলট্রি ফার্মে কাজ করতেন। মুরগি আনতে গিয়েছিলেন ওড়িশায়। ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৭ জনের! সকলেই এ রাজ্যের বাসিন্দা। ৩ আবার একই পরিবারের সদস্য! দুর্ঘটনা ঘটল কটকের কাছে জাজপুরে।
পুলিস সূত্রে খবর, মৃতেরা হলেন সুরজ মণ্ডল, মহম্মদ আমিরুল আলি সর্দার, করিম সর্দার , মহম্মদ আমজাদ আলি সর্দার , মহম্মদ আরিফ সর্দার জাহাঙ্গির সর্দার এবং মোয়াজ্জেম সর্দার। বাড়ি, উত্তর ২৪ পরগনার বসিরহাটের নেহালপুরের সর্দার পাড়ায়।
আরও পড়ুন: Sunderban: ২ পড়ুয়া ২ শিক্ষিকা, বন্ধ হয়ে যাওয়ার মুখে সুন্দরবনের স্কুল
কীভাবে দুর্ঘটনা ঘটল? এদিন ভোররাতেই ওড়িশায় পৌঁছে গিয়েছিলেন বসিরহাটের ৭ যুবক। ঘড়িতে তখন প্রায় সাড়ে তিনটে। জাজপুরের ধর্মশালা এলাকায় জাতীয় সড়কের ধারে গাড়ি দাঁড় করিয়ে বাজার করছিলেন তাঁরা। আচমকাই একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে তাঁদের গাড়িতে! ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে ভর্তি করা হয় কটক মেডিক্যাল কলেজে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে মৃত্যু হয় তাঁরও।
সকালে খবর আসে গ্রামে। ৭ জনের দেহ ফিরিয়ে আনতে ইতিমধ্যেই ওড়িশা রওনা দিয়েছেন পরিবারের লোকেরা। এলাকার শোকের ছায়া