সাত দিন সাত রঙের চাদর সরকারি হাসপাতালে
Updated By: Jul 27, 2017, 10:31 PM IST
ওয়েব ডেস্ক: এবার হাসপাতালে রঙের মেলা। সরকারি হাসপাতালে সপ্তাহে সাত দিন সাত রঙের চাদরে শোবেন রোগীরা। অভিনব নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দফতরের। এতদিন শুধু সাদা আর সবুজ রঙের চাদরই ব্যবহার করা হত হাসপাতালে। এবার সেখানে সাত রঙের ছোঁয়া। সোমবার গাঢ় গোলাপি, মঙ্গলবার রয়াল ব্লু, বুধবার হালকা খয়েরি, বৃহস্পতিবার সবুজ চাদর দেওয়া হবে ওয়ার্ডে। শুক্রবার সাদা, শনিবার আকাশি নীল আর রবিবার রোগীদের বেডে দেওয়া হবে হলুদ চাদর।
কিন্তু হঠাত্ চাদরের রং নিয়ে এত বাড়াবাড়ি কেন? স্টোর ম্যানেজমেন্ট ব্যবস্থাকে গাফিলতি মুক্ত করতেই এই উদ্যোগ সরকারের। কোনও ভাবেই যাতে ব্যবহৃত চাদর দুবার ব্যবহার না তাই এই উদ্যোগ। বিশেষ নজর দেওয়া হচ্ছে চাদর সাফাইয়ের দিকেও। নতুন চাদরের দাম স্থির হয়েছে ৪৪৮ টাকা।