জমি আন্দোলনের স্মৃতিতে ছয় কোটি টাকা ব্যয়ে ৪০ ফিট উঁচু মিনার হবে সিঙ্গুরে

প্রাথমিকভাবে তিনটি নকশা দেখেছেন মুখ্যমন্ত্রী। একটি নকশা মুখ্যমন্ত্রীর পছন্দ হয়েছে।

Updated By: Dec 5, 2018, 06:25 PM IST
জমি আন্দোলনের স্মৃতিতে ছয় কোটি টাকা ব্যয়ে ৪০ ফিট উঁচু মিনার হবে সিঙ্গুরে

নিজস্ব প্রতিবেদন : জমি আন্দোলনের স্মরণে মিনার তৈরি হবে সিঙ্গুরে। গত এপ্রিলে সিঙ্গুরে একটি প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। সেই সভাতেই মিনার তৈরির কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিংহের ভেড়ি মৌজায় তৈরি হচ্ছে সেই মিনার।

আরও পড়ুন, রাজ্যে বিজেপির রথযাত্রা নিয়ে আগামীকাল হাইকোর্টে চূড়ান্ত সিদ্ধান্ত

জমি আন্দোলনের স্মরণেই তৈরি হবে এই মিনার। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে পার্কের ভিতর এই মিনার তৈরি করা হবে। ১ একর জমিতে গড়ে উঠবে মিনারটি। মিনারটি উচ্চতায় ৪০ ফিট উঁচু হবে। মিনার তৈরিতে খরচ হবে প্রায় ৬ কোটি টাকা। সিঙ্গুর মিনারের জন্য ইতিমধ্যেই দরপত্র আহ্বান করেছে পূর্ত দফতর।

আরও পড়ুন,নেতাই থেকে ছোট আঙারিয়া, ‘রক্তাক্ত’ নন্দীগ্রামের স্মৃতিচারণায় মুখ্যমন্ত্রী

নবান্ন সূত্রে খবর, প্রাথমিকভাবে তিনটি নকশা দেখেছেন মুখ্যমন্ত্রী। তারমধ্যে একটি নকশা মুখ্যমন্ত্রীর বেশ পছন্দ হয়েছে। এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে কাজ। ৩০০ দিনের মধ্যে মিনার তৈরির কাজ শেষ করতে বলা হয়েছে টেন্ডারে।

.