Municipal Election 2022: ভোট সামলাতে ৪ পুরসভায় ৪ IPS অফিসার, আসানসোলে বহিরাগত-বিক্ষোভ BJP-র

এই প্রথম পুরভোটে নামানো হচ্ছে STF ও EFR বাহিনীকে। 

Updated By: Feb 11, 2022, 11:11 PM IST
Municipal Election 2022: ভোট সামলাতে ৪ পুরসভায় ৪ IPS অফিসার, আসানসোলে বহিরাগত-বিক্ষোভ BJP-র

নিজস্ব প্রতিবেদন: রাত পোহালেই ভোট (Municipal Election 2022)। ৪ পুরসভায় বাড়তি নজর কমিশনের (Election Commission)। স্রেফ সশস্ত্র পুলিসকর্মীরাই (Armed Police) নন, নিরাপত্তার দায়িত্ব দেওয়া হল ৪ আইপিএস অফিসারকে (IPS)। বিধাননগর পুরনিগমে (BMC) বিশেষ দায়িত্বে থাকছেন জ্ঞানবন্ত সিং।

পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) দাবিতে মামলা দায়ের করা হয়েছিল হাইকোর্টে (Calcutta High Court)। আদালতের নির্দেশ মেনে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন কমিশনার সৌরভ দাস। সূত্রের খবর, বৈঠকে ডিজি বলেন, 'যথেষ্ট বাহিনী আছে রাজ্যে'। কেন্দ্রীয় বাহিনী নয়,  রাজ্য পুলিস দিয়েই পুরভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে, যদি ভোটে কোনও অশান্তি হয়, তাহলে দায় নিতে হবে কমিশনকেই। ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন কমিশনার।

আরও পড়ুন: Municipal Election 2022: ভোট ৬ ওয়ার্ডে! সাঁইথিয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিউড়ি পুরসভা TMC-র দখলে

কমিশন সূত্রে খবর, আগামিকাল, শনিবার ৪ পুরনিগমের ভোটে মোতায়েন  ৯ হাজার পুলিস। সশস্ত্র পুলিসকর্মীর (Armed Police) সংখ্যা সাড়ে ৫ হাজার। শুধু তাই নয়, সবকটি বুথকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে। সঙ্গে নিরাপত্তার বাড়তি দায়িত্ব দেওয়া হল ৪ আইপিএস অফিসারকেও। এমনকী, পুরভোটে এই প্রথম নামানো হচ্ছে STF ও EFR বাহিনীকেও। 

পুরভোটে ৪ আইপিএস অফিসার
----
চন্দনগরের দায়িত্বে বাঁকুড়া রেঞ্জের আইজি সুনীল চৌধুরী
বিধাননগরের দায়িত্বে আইজি (সিআইডি) আনন্দ কুমার
সল্টলেকের বিশেষ দায়িত্বে জ্ঞানবন্ত সিং
শিলিগুড়ির দায়িত্বে আইজি (উত্তরবঙ্গ) ডিপি সিং
আসানসোলের দায়িত্বে  এডিজি(পশ্চিমাঞ্চল) সঞ্জয় সিং

এদিকে পুরভোটে আগে আসানসোলে ঢুকে পড়ল 'বহিরাগত'রা! রাতে ঘাঘরবুড়ি কমিউনিটি হলে সামনে বিক্ষোভ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, অজয় পোদ্দার, কৃষেন্দু মুখোপাধ্যায়। তাঁদের অভিযোগ, জামুরিয়া থেকে গাড়িতে এসেছেন বেশ কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে  এলাকায়। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.