ঝকঝকে গাড়ির ভিতর তল্লাশি চালাতেই উদ্ধার ৪ কোটির ১০ কেজি সোনা

গাড়ির ভিতর তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৬০টি সোনার বিস্কুট।

Updated By: Aug 20, 2019, 08:33 PM IST
ঝকঝকে গাড়ির ভিতর তল্লাশি চালাতেই উদ্ধার ৪ কোটির ১০ কেজি সোনা

নিজস্ব প্রতিবেদন : পাচারের আগেই উদ্ধার হল প্রায় ১০ কিলোগ্রাম সোনা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় চার কোটি টাকা। সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, ভারত-মায়ানমার সীমান্ত দিয়ে পাচার করা হয়েছিল সোনাগুলি।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাসের উপর শিলিগুড়ির গোয়ালটুলি মোড়ের কাছে একটি মাহিন্দ্রা এসইউভি-কে আটকায় পুলিস। গাড়ির ভিতর তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৬০টি সোনার বিস্কুট। ওজনে যা প্রায় ৯ কিলোগ্রাম ৯৬০ গ্রাম। তদন্তে জানা গিয়েছে, মিজোরামের ভারত-মায়ানমার সীমান্ত দিয়ে পাচার হয়েই এই বিশাল পরিমাণ সোনা ভারতে ঢোকে।

আরও পড়ুন, কাউন্সিলরের উদ্যোগে পৌঁছল ডিম-মশলা, চুঁচুঁড়ার স্কুলে খাওয়ার আগে বদলাল মিড-ডে মিলের মেনু!

আইজল থেকে তারপর এই পাচার হওয়া সোনা নিয়ে কলকাতায় আসার পরিকল্পনা ছিল জোমুয়ানকিমা, এইচ রুয়ালসাংপুইয়া ও লালনেইলেইয়া নামে ৩ জনের। বমাল গ্রেফতার করা হয় তিনজনকেই। ধৃতরা তিনজনই আইজলের বাসিন্দা। চোরাই এই সোনার বিস্কুট কলকাতার কোনও ব্যক্তিকে ডেলিভারি দেওয়ার কথা ছিল। ধৃতদের জেরা করে চক্রের বাকিদের খোঁজে তল্লাসি শুরু করেছে পুলিস।

.