Zee 24 Ghanta Impact: কমিউনিটি সেন্টার থেকে এবার গ্রামে, সাড়ে তিন বছর পর ঘরে ফিরল ৩ আদিবাসী পরিবার

তখন করোনার আতঙ্কে গৃহবন্দী সকলেই। ২০২০ সালে ২১শে জুলাই গ্রামে সালিসি সভা বসে। অভিযোগ, সালিশি সভায় ওই ৩ আদিবাসী পরিবারের ১২ জন সদস্যকে ডাইনি অপবাদ দিয়ে গ্রামছাড়া করার নিদান দেন মাতব্বর! 

Updated By: Sep 27, 2023, 04:30 PM IST
Zee 24 Ghanta Impact: কমিউনিটি সেন্টার থেকে এবার গ্রামে, সাড়ে তিন বছর পর ঘরে ফিরল ৩ আদিবাসী পরিবার

প্রসেনজিৎ মালাকার: জি ২৪ ঘণ্টার খবরের জের। আশ্রয় মিলেছিল কমিউনিটি সেন্টারে। সাড়ে তিন বছর পর এবার গ্রামে ফিরলেন বোলপুরের ঘরছাড়া ৩ আদিবাসী পরিবার।

আরও পড়ুন: Katwa: কাটোয়ায় কুমীর আতঙ্ক! ৭ ঘণ্টার চেষ্টায় উদ্ধার সরীসৃপ

ঘটনাটি ঠিক কী? বোলপুরের সিয়ান পঞ্চায়েতের মণিকুন্ডুডাঙ্গা গ্রামটি আদিবাসী অধ্যুষিত। সেই গ্রামেই থাকত ওই ৩ আদিবাসী পরিবারও। তখন করোনার আতঙ্কে গৃহবন্দী সকলেই। ২০২০ সালে ২১শে জুলাই গ্রামে সালিসি সভা বসে। অভিযোগ, সালিশি সভায় ওই ৩ আদিবাসী পরিবারের ১২ জন সদস্যকে ডাইনি অপবাদ দিয়ে গ্রামছাড়া করার নিদান দেন মাতব্বর! 

তারপর? কখনও স্টেশন চত্বর, তো কখনও আবার বাসস্ট্যান্ড। এমনকী, খোলা আকাশে নিচেও দিন কাটছে ওই ৩ আদিবাসী পরিবারের। গ্রাম ফেরা তো দূর, ৩ বছর ধরে বারবার প্রশাসনকে জানিয়েও নাকি সমস্য়ার সুরাহা হয়নি! শেষপর্যন্ত  যখন বোলপুরে মহকুমাশাসকের দফতরের সামনে ধরনায় বসেন ওই ৩ আদিবাসী পরিবারের সদস্য, তখন সেই খবর সম্প্রচারিত হয় জি ২৪ ঘণ্টায়। নড়চড়ে বসে প্রশাসন।

বোলপুরের একটি কমিউনিটি সেন্টারে পায় ঘরছাড়া ৩ আদিবাসী পরিবার। আজ, বুধবার তাদের গ্রামে ফেরালেন বোলপুরের মহকুমাশাসক অয়ন নাথ, পুলিস আধিকারিক  নিখিল আগারওয়াল-সহ প্রশাসনিক আধিকারিকরা। কিন্তু যে বাড়িতে থাকত ওই ৩ আদিবাসী পরিবার, সেই বাড়ি এখন ব্যবহারের অনুপযুক্ত হয়ে গিয়েছে। স্রেফ বাড়ি মেরামত নয়, পানীয় জল ও বিদ্যুৎ সংযোগেরও ব্যবস্থা করা হচ্ছে বলে খবর।

কেন ডাইনি অপবাদ? কেনই-বা গ্রামছাড়ার নিদান? ২০২০ সালে মণিকুন্ডুডাঙ্গা গ্রামে কুকুরে কামড়ে এক যুবকের মৃত্যু হয়। শুধু তাই নয়, সেই কুকুরটিই নাকি ক্ষিপ্ত হয়ে আরও বেশ কয়েকজনকে কামড়ায়! এরপরই গ্রামে সালিশি সভা বসিয়ে ওই ৩ আদিবাসী পরিবারকে ডাইনি অপবাদে গ্রামছাড়া করার নিদান দেন মাতব্বররা!

আরও পড়ুন: Jalpaiguri: নাচ ময়ূরী নাচ রে! সাত সকালেই দেখা মিলল একঝাঁক ময়ূরের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.