Accident: ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা! গুরুতর জখম বাবা, মেয়ে-সহ ৩ জন
ঘুড়ি সুতোয় চিনা মাঞ্জা-সহ যাবতীয় মাঞ্জা ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে হাইকোর্ট। প্রশ্নের মুখে প্রশাসনের নজরদারি।
![Accident: ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা! গুরুতর জখম বাবা, মেয়ে-সহ ৩ জন Accident: ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা! গুরুতর জখম বাবা, মেয়ে-সহ ৩ জন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/08/20/433888-aacident.png)
দেবব্রত ঘোষ: আবার সেই চিনা মাঞ্জা! দুর্ঘটনায় গুরুতর জখম বাবা, মেয়ে-সহ ৩ জন। এবার দ্বিতীয় হুগলি সেতুতে। প্রশ্নের মুখে প্রশাসনের নজরদারি।
আরও পড়ুন: Abhishek Banerjee: বিদেশ থেকে ফিরলেন অভিষেক...
কীভাবে দুর্ঘটনা? হাওড়ার দুইল্য়ার বাসিন্দা শান্তিরঞ্জন দাস। এদিন বিকেলে দ্বিতীয় হুগলিত সেতু দিয়ে বাইকে করে ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন মেয়ে শ্রেষ্ঠাও। টোল প্লাজা লেনে প্রথমে এক বাইক আরোহী গলায় জড়িয়ে যায় চিনা মাঞ্জা! ব্রেক কষতে গিয়ে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। ওই বাইকের পিছনেই ছিলেন শান্তিরঞ্জন। মেয়েকে নিয়ে বাইক থেকে পড়ে যান তিনিও। গুরুতর জখম হন দু'জনেই।
চিনা মাঞ্জায় শহরে একাধিবার দুর্ঘটনায় ঘটেছে এর আগেও। জখম হয়েছে বাইক আরোহীরা। মামলা গড়িয়েছিল আদালতে। ঘুড়ি সুতোয় চিনা মাঞ্জা-সহ যাবতীয় মাঞ্জা ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে হাইকোর্ট। তাহলে? চিনা মাঞ্জায় রোজই দুর্ঘটনা ঘটছে দ্বিতীয় হগলি সেতুতে। টোল প্লাজার কর্মী তন্ময় চক্রবর্তীর দাবি, পুলিসকে বারবার বলেও কোনও লাভ হয়নি। গাড়ি সামলাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন তাঁরাও।
আরও পড়ুন: JU Student Death: 'কোনও র্যাগিং হয়নি, ছেলেটি নিজে করিডর থেকে ঝাঁপ দেয়'!