আমফান পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে পাচার হচ্ছে জলও! ধরা পড়ে গণধোলাইয়ের শিকার ৩

স্কুলে গিয়ে দেখা যায় গেটে তালা ঝুলছে। জারে জল ভরে গাড়িতে রাখা হচ্ছে। 

Updated By: May 24, 2020, 05:05 PM IST
আমফান পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে পাচার হচ্ছে জলও! ধরা পড়ে গণধোলাইয়ের শিকার ৩

নিজস্ব প্রতিবেদন:  আমফান পরবর্তী পরিস্থিতিতে বিদ্যুত্ বিভ্রাট ও জলসঙ্কট তৈরি হয়েছে রাজ্যের একাধিক জায়গায়। এই অবস্থায় জল পাচারেরও অভিযোগ উঠছে বেশ কিছু জায়গায়। বসিরহাটের হিঙ্গলগঞ্জে জল পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হল তিন যুবক। তাদের মধ্যে এক জনকে আটক করতে পেরেছে পুলিস, বাকি দুজন ফাঁক পেয়ে পালিয়ে যায়।

ঝড়ের আগে থেকেই গত ৬ দিন তীব্র জল সঙ্কটে জেরবার বসিরহাটের হিঙ্গলগঞ্জ। এরপর আমফানের ফলে সমস্যা আরও চরম আকার নেয়। হিঙ্গলগঞ্জ হাইস্কুলে সৌরশক্তির সাহায্যে জলের ব্যবস্থা থাকায় শনিবার থেকে এলাকার বাসিন্দাদের জন্য জলের ব্যবস্থা করা হয়।

অভিযোগ, রবিবার সকালে থেকে টাকার বিনিময়ে জল বিক্রি হচ্ছে খবর পেয়ে স্কুলে গিয়ে দেখা যায় গেটে তালা ঝুলছে। জারে জল ভরে গাড়িতে রাখা হচ্ছে। ক্ষুব্ধ গ্রামবাসীরা স্কুলের গেট ভেঙে ঢুকে জলের অপারেটর PHEর এক কর্মী ও জলের ব্যবসায়ীকে ধরে মারধোর শুরু করেন। খবর যায় হিঙ্গলগঞ্জ থানায়। তবে পুলিস যাওয়ার আগেই সুযোগ বুঝে দুই অভিযুক্ত এলাকা থেকে চম্পট দেয়, বাকি এক জনকে আটক করেছে পুলিস।

আরও পড়ুন, আমফানে লন্ডভন্ড শহর, পরিস্থিতি সামাল দিতে কাজ শুরু করল সেনা

.