Amarnath Cloudbrust: অমরনাথে অবশেষে খোঁজ মিলল হাওড়ার একই পরিবারের ৩ জনের
উৎকণ্ঠার অবসান! মা ও দুই মেয়েকে উদ্ধার করল এনডিআরএফ। ফোনে বাড়ির লোকের সঙ্গে কথাও বললেন তাঁরা।
দেবব্রত ঘোষ: অমরনাথ যাত্রায় প্রাকৃতিক বিপর্যয়। নিখোঁজ হয়ে গিয়েছিলেন হাওড়ার একই পরিবারের ৩ সদস্য। অবশেষে খোঁজ মিলল মা ও দুই মেয়ের। তাঁদের উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। তবে, কারওই শারীরিক অবস্থা ভালো নয়। চিকিৎসা চলছে।
প্রকৃতি রোষে দেবভূমি। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরের অমরনাথ গুহা নিকটবর্তী একটি অংশ। প্রবল স্রোতে ভেসে গিয়েছে তীর্থযাত্রীদের বহু তাঁবু। তীর্থযাত্রায় আটকে পড়েছেন এ রাজ্যের পুণ্যার্থীরা। এমনকী, প্রাণ হারিয়েছেন বারুইপুরের তরুণী বর্ষা মুহুরি।
আরও পড়ুন: Amarnath Cloudbrust: অমরনাথে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু বারুইপুরের তরুণীর
পরিবার সূত্রে খবর, হাওড়া থেকে দুই মেয়ে ঝুমা ও প্রীতিকে নিয়ে অমরনাথে গিয়েছিলেন ষাটোর্ধ্ব শীলা সিংহ। গতকাল, শুক্রবার শেষবার বাড়ির লোকেদের সঙ্গে কথা বলেছিলেন প্রীতি। তারপর থেকে মা ও দুই মেয়ের খোঁজ মিলছিল না। কোথায় আছেন তাঁরা? উৎকণ্ঠায় ছিলেন আত্মীয় পরিজনেরা। এদিন সকালে NDRF-র তরফে বাড়িতে ফোন করে জানানো হয়, ৩ জনকেই উদ্ধার করা গিয়েছে। এমনকী, ফোনে তাঁদের সঙ্গে কথা বলেন পরিবারের লোকেরা। ৩ জনকেই দ্রুত নিচে নামিয়ে আনা হচ্ছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Bhatpara: বহুতলে বিস্ফোরণের পর উদ্ধার ৫০টি তাজা বোমা! ভাটপাড়ায় আতঙ্ক
এদিকে অমরনাথে প্রাকৃতিক বিপর্যয়ে আটকে পড়েছেন ধূপগুড়ির ৫ জন, কলকাতার লেকটাউনের ১ জন। 'বাংলার তীর্থযাত্রীদের উদ্ধারের জন্য জম্মু ও কাশ্মীর সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে', টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নে খোলা হয়েছে কন্ট্রোলরুম।