হাত 'ফসকাল' অনুব্রত মণ্ডলের, জনসভার আগের দিন-ই জোর ধাক্কা

সপ্তাহ ঘুরতে না ঘুরতে ফের পতাকা বদল।

Updated By: Dec 28, 2018, 05:29 PM IST
হাত 'ফসকাল' অনুব্রত মণ্ডলের, জনসভার আগের দিন-ই জোর ধাক্কা

নিজস্ব প্রতিবেদন : হাত 'ফসকাল' অনুব্রত মণ্ডলের। ফের তৃণমূল থেকে বিজেপিতে পা বাড়ালেন ২ পঞ্চায়েত সদস্য। আর তার ফলে ফের অনিশ্চিত হয়ে পড়ল রামপুর পঞ্চায়েতের ভবিষ্যত।

আরও পড়ুন, ভালোবেসে এক্স-ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছেন রাজনাথ সিং: জয় ব্যানার্জি

সপ্তাহখানেক আগে বোলপুরে জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন সুলতা কোড়া ও জপন মুখোপাধ্য়ায়। পঞ্চায়েত নির্বাচনে দুজনেই বিজেপির হয়ে লড়েছিলেন। জয় পেয়েছিলেন। এরপরই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন দুজনে। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই পুনরায় বিজেপিতে ফিরে এলেন তাঁরা।

আরও পড়ুন, "মমতাকেই প্রধানমন্ত্রী চাই", একসুরে ফের সওয়াল জ্ঞানদাস মোহন্ত ও ইমামের

আগামীকাল মহম্মদবাজারে অনুব্রত মণ্ডলের জনসভা রয়েছে। সভার ঠিক আগেরদিন-ই এঘটনা তৃণমূল শিবিরের জন্য নিঃসন্দেহে জোর ধাক্কা। সুলতা কোড়া ও জপন মুখার্জি ফের বিজেপিতে যোগ দেওয়ায় ফের অনিশ্চিত হয়ে পড়ল রামপুর পঞ্চায়েতের ভবিষ্যৎ।

আরও পড়ুন, স্বপ্ন দেখা ভালো কিন্তু রাজনীতিটা খুব বাস্তব, মমতার প্রধানমন্ত্রী হওয়া প্রসঙ্গে পাল্টা দিলীপের

বিজেপি নেতা ফণীরঞ্জন রায়ের হাত ধরে ফের পুরনো দলে ফিরে আসেন দুই পঞ্চায়েত সদস্য। তাঁদের কথা অনুযায়ী, "নিজেদের ভুল বুঝতে পেরেছি আমরা। মানুষ আমাদের ভোট দিয়েছে বিজেপিকে দেখে। তৃণমূলে যাওয়া ঠিক হয়নি। সে কারণেই পুনরায় বিজেপিতে যোগ দিলাম।"

.