Cooch Behar: বিকেলে হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টি, ২ জনের মৃত্যু, এখনও আহত ৬৫

আহত বেশ কয়েকজন।

Updated By: Apr 17, 2022, 11:05 PM IST
 Cooch Behar: বিকেলে হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টি, ২ জনের মৃত্যু, এখনও আহত ৬৫

নিজস্ব প্রতিবেদন: রবিবার বিকেল থেকে কোচবিহারের বিভিন্ন অংশে ঝড় এবং শিলাবৃষ্টি। এর ফলে এখনও পর্যন্ত দু'জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত বেশ কয়েকজন। উদ্ধার কার্যে নেমেছে পুলিস ও দমকল।

জানা গিয়েছে, এই ঝড় এবং শিলাবৃষ্টির কারণে কোচবিহার ১ নম্বর ব্লকের সুটকা বাড়ি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোচবিহারের ঘুঘুমারি সংলগ্ন এলাকায় বাজ পরে দু'জনের মৃত্যু হয়েছে। মৃত একজনের নাম জাহাঙ্গীর আলম। অপর জনের নাম দেবদাস পাল। এদের একজন মারা গিয়েছেন গাছ চাপা পড়ে। অপর জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। এখনও পর্যন্ত আহত হয়েছেন ৬৫ জন। আহতদের কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়াণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঝড় এবং শিলাবৃষ্টির কারণে বহু কাঁচা ঘরবাড়ি ভেঙে গিয়েছে। রাস্তায় গাছ ভেঙে পড়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে। উদ্ধারকার্যে নেমেছে পুলিস ও দমকল। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য় ছড়িয়েছে। 

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.